রবিবার ● ১৭ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে শীর্ষ নারী মাদক সম্রাজ্ঞীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ময়মনসিংহে শীর্ষ নারী মাদক সম্রাজ্ঞীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ময়মনসিংহ অফিস :: (৩ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৬.৫৮মি.) ময়মনসিংহে শীর্ষ নারী মাদক সম্রাজ্ঞী রেহানা বেগম (৪৫)’র গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেহানা শানকিপাড়ার ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মৃত আজিজুল ইসলাম। আজ ১৭ জুন রবিবার ভোরে সদর উপজেলার গন্দ্রপা এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে । ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৬ টার দিকে শহরতলীর গোয়াইলকান্দি গন্ডপা এলাকার স্থানীয় লোকজন ওই নারীর মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মমেক হাসপাতালে মর্গে পাঠায়। মাদকের টাকার ভাগাভাগি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে সে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ময়মনসিংহে মাদক বিরোধী অভিযান শুরুর পর রেহেনাকে গ্রেফতার করতে সানকিপাড়ার বাসায় কয়েকদফা রেড দেয় পুলিশ। কিন্তু প্রতিবারই সে পালিয়ে যেতে সক্ষম হয়। ময়মনসিংহ নগরীর ক্যান্টনমেন্টের সিনেমা হলের পেছনে জমজমাট মাদকের কারবার করতেন রেহেনা। রেহানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। তবে গুলিবিদ্ধের বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।