রবিবার ● ১৭ জুন ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা : আহত-৫
ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা : আহত-৫
ঝালকাঠি প্রতিনিধি :: (৩ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.০৫মি.) ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জের ধরে মেহেদি হাসান মজুমদার নামে (২৪) এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। আজ রবিবার দুপুর একটার দিকে সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মেহেদি হাসান কীর্ত্তিপাশা ইউনিয়নের দুলাল মজুমদারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করে ও আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসাপাতালে নিয়ে আসলে মেহেদি হাসানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
ঝালকাঠি থানার উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, কীর্ত্তিপাশা গ্রামের বাদশা সরদারের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল মেহেদি হাসানদের পরিবারের। এরই জের ধরে আজ দুপুরে উভয় পক্ষের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
বাদশা সরদারের লোকজন লোহার রড দিয়ে পিটিয়ে মেহেদি হাসানকে হত্যা করে। এ সময় উভয় পক্ষের পাঁচজন আহত হয়। এ ঘটনায় মামলার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।