সোমবার ● ১৮ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন শফিক চৌধুরী
বিশ্বনাথে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন শফিক চৌধুরী
বিশ্বনাথ প্রতিনিধি :: (৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.১১মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে সুরমা নদীর ভাঙ্গন এলাকা (মাহতাবপুর, গোলচন্দ, লামাকাজী বাজার ও পরগনাবাজার) আজ ১৮জুন সোমবার পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। এসময় তিনি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারবর্গের খোঁজ-খবর নেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে দ্রুত সাহায্য-সহযোগীতা প্রদানের ব্যবস্থা গ্রহন করতে উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, আসছে শীত মৌসুমে নদী ভাঙ্গন প্রতিরোধ করতে ‘প্রায় ১শ ১২ কোটি টাকা’ ব্যয়ে গৃহিত প্রকল্পের কাজ শুরু হবে। সরকারের সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মতো এই প্রকল্প বাস্তবায়নেও এলাকাবাসীর সার্বিক সহযোগীতার প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের আমলে সকল শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ নিজেদের প্রাপ্য অধিকার পাবেন। কেউই নিজের অধিকার পাওয়া থেকে বঞ্চিত হবেন না।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিৎ ধর রন মেম্বার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহির উদ্দিন ও অর্থ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।