মঙ্গলবার ● ১৯ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাঁশ গাছে আশ্রয় নিয়েছে বিরল প্রাণি
রাউজানে বাঁশ গাছে আশ্রয় নিয়েছে বিরল প্রাণি
রাউজান প্রতিনিধি :: (৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.২২মি.) রাউজানে বিরল এক বন্য প্রাণি দেখা গেছে। অাজ ১৯ জুন মঙ্গলবার সকাল সাড়ে সাতটা সময় রাউজানে খৈয়াখালী গ্রামের একটি বাঁশ গাছে বসে থাকতে দেখা গেছে প্রাণিটিকে। বাঁশ গাছে প্রাণিটি আশ্রয় নেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশেপাশের গ্রামের মানুষজন অাশ্রয় নেওয়া প্রাণিটা দেখতে ভিড় জমায় করেন এলাকার মানুষ।
নিশান চৌধুরী ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে খৈয়াখালী গ্রামের রঞ্জন চৌধুরী বাড়ির পাশে বাগানের বাঁশ জারে বিরল প্রাণীটি দেখতে পায় এলাকাবাসী। ঘটনাটি জানাজানি হলে ওই গ্রামসহ আশেপাশের গ্রামের লোকজন প্রাণিটি দেখতে ভিড় করেন। উৎসুক জনতা প্রাণিটিকে চিতা বাঘ, মেছো বাঘ, বনবিড়ালসহ নানা নামে বিশেষায়িত করছেন।
এবিষয়ে জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, আমি প্রাণীটিকে দেখিনি। তবে এলাকার মানুষের দেওয়া বিবরণ অনুযায়ী মনে হচ্ছে প্রাণীটি বড় মেছো বিড়াল বলেও ধারণা করা হচ্ছে। প্রাণিটিকে নিরাপদে স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।