মঙ্গলবার ● ১৯ জুন ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » হাজারো পর্যটকের মিলন মেলা সমুদ্র সৈকত কুয়কাটায়
হাজারো পর্যটকের মিলন মেলা সমুদ্র সৈকত কুয়কাটায়
পটুয়াখালী প্রতিনিধি :: (৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.২৮মি.) ঈদুল ফিতরের ছুটিতে দেশী-বিদেশী পর্যটকদের পদচপরণায় মুখরিত হয়ে উঠেছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়কাটা সমুদ্র সৈকতে। সেই সাথে বাড়ি ফেরা মানুষ ও স্থানীয়দেরও কমতি নেই পর্যটন স্পটগুলোতে। আর এ পর্যটকের ভাড়ে কুয়াকাটার পর্যটন শিল্প যেন ফিরে পেয়েছে নতুন করে প্রাণচাঞ্চলতা। বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদের এই ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমন নানা বয়সের হাজার মানুষ সমুদ্র সৈকত কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন। কেউ নিজে, কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ বা নিজের পছন্দের মানুষটিকে নিয়ে দেখতে এসেছেন দক্ষিণ অঞ্চলের দর্শনীয় স্থান সমুদ্র সৈকত কুয়াকাটা।
পর্যটকদের উপচে পড়া ভীড়ে কুয়াকাটা খাবার হোটেলসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কেনা বেচার ধুম পড়েছে। অধিকাংশ হোটেল, মোটেলের রুম আগাম বুকিং হয়ে যাওয়ায় সদ্য কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকদের ভালো রুম পেতে কষ্ট হলেও কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য সব দুঃখ ভুলিয়ে দিয়েছে। পর্যটকদের আনন্দ-উচ্ছাসে গোসল করতে দেখে গেছে। কুয়াকাটা জিরো পয়েন্টে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, মিশ্রিপাড়া সিমা বৌদ্ধ বিহার, জাতীয় উদ্যান, লেম্বুর চর, শুটকি পল্লী, রাখাইন মহিলা মার্কেট, গঙ্গামতি, কাউয়ারচর, লাল কাকড়ার চর, ইলিশ পার্ক সহ পর্যটন স্থানগুলো এখন পর্যটকদের ভাড়ে মুখরিত হয়ে আছে। আর এ সব পর্যটকের নিচ্ছিদ্র নিরাপত্তায় কাজ করছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।
ময়মনসিংহ থেকে স্বপরিবারে ঘুরতে আসা মো. কিবরিয়া বলেন, কুয়াকাটার ভাঙ্গন রক্ষায় সরকারের ব্যবস্থা নেয়া উচিত। তবে সৈকতে জেগে ওঠা পুরনো স্থাপনার ভগ্নাংশ অপসারণ খুবই জরুরী। সৈকতে নেমে গোসল করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। গোসল করতে গিয়ে কয়েকজনের পা কেটে গেছে। আরেক পর্যটক আজিজ মিয়া জানান, কুয়াকাটা আসলেই একটা দর্শনীয় স্থান। কিন্তু পাখিমারা থেকে মহিপুর পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। তবে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সব কষ্ট ঘুচিয়ে দিয়েছে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের এস আই নজরুল ইসলাম জানান, সৈকতে পর্যটকদের নির্বিঘ্নে চলাফেরা এবং অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে সার্বক্ষনিক নজর রাখা হচ্ছে। এছাড়া পর্যটকের নিরাপত্তায় কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থানে পুলিশ মোতায়েন হয়েছে।