বৃহস্পতিবার ● ২১ জুন ২০১৮
প্রথম পাতা » অপরাধ » হালদায় বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ৮ জনকে কারাদণ্ড
হালদায় বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ৮ জনকে কারাদণ্ড
রাউজান প্রতিনিধি :: (৭ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১২.২৩মি.) দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৮জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অাজ ২০ জুন বুধবার বিকালে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শামীম হোসেন রেজা এ দন্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্র জানান, হাটহাজারী উপজেলার উত্তর মেখল গ্রামের বাসিন্দা মৃত ছুরু মিয়ার পুত্র আব্দুল মান্না (৩৫) কে ৬ মাস, হাটহাজারী উপজেলার গড়দুয়ারা গ্রামের মৃত মাওলানা নুরুল হকের পুত্র মো. এহসান (৩৭) কে ৬মাস, হাটহাজারী উপজেলার জাফরাবাদ গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মো. আলমগীর (৩০) কে ১ বছর, তার আপন ভাই মোরশেদ (১৮) কে ১ বছর, হাটহাজারী উপজেলার দগড়দুয়ারা গ্রামের মৃত আব্দুল মোনাফের পুত্র মাহবুবুল আলম (৪৮) কে ৬মাস, রাউজান উপজেলার কাগতিয়া গ্রামের মৃত সিদ্দিক আহমেদের পুত্র মো. রোশনী (৩০) কে ৬ মাস, রাউজান উপজেলার গহিরা গ্রামের মো. সাজিম উদ্দিন (২৪) কে ২ মাস ও হাটহাজারী উপজেলার মিরের হাট গ্রামের আহম্মেদ হোসেনের পুত্র মাহমুদুল হাসান (৩২) কে ২ মাস কারাদন্ড দেয়া হয়েছে।
এই প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা বলেন, ‘হালদা নদীর পানিতে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। অভিযানে কারেন্ট জালসহ ১০ হাজার মিটার জাল ও ৩টি নৌকা জব্দ করা হয়েছে।
এছাড়াও নদীতে ইঞ্জিন চালিত নৌকা চালানোর অপরাধে ২ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানান তিনি।