শুক্রবার ● ২২ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশাল বিভাগের পাঁচ জেলায় বিপুল গ্যাস মজুদের সম্ভাবনা
বরিশাল বিভাগের পাঁচ জেলায় বিপুল গ্যাস মজুদের সম্ভাবনা
বরগুনা প্রতিনিধি :: (৮ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৬.০৪মি.) বরিশাল বিভাগের পাঁচ জেলায় (বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও ভোলা) বিপুল গ্যাস মজুদ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে রাষ্ট্রীয় তেল গ্যাস উত্তোলন অনুসন্ধান কোম্পানি (বাপেক্স)।
তাই সংস্থাটি এসব জেলায় তেল গ্যাস অনুসন্ধানে ২য় মাত্রার ভূকম্পন জরিপ করছে। পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ-এনডিসি সম্প্রতি এক চিঠিতে জ্বালানি বিভাগের কাছে সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার পরিপ্রেক্ষিতে বরিশালের ৫ জেলাসহ দেশের ১৭ জেলায় তেল গ্যাস অনুসন্ধান করা হচ্ছে। ভূতাত্ত্বিকবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরুল ইমাম বলেন, অনুসন্ধান কাজ আরও আগে শুরু করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। দেরিতে হলেও এই উদ্যোগ ভালো।
তিনি বলেন, ‘দেশের সব জায়গাতেই গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে দেশের সিলেট অঞ্চলে গ্যাস পাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাচ্ছে বরিশাল অঞ্চলের মধ্যে ভোলা, বরিশাল ও শরীয়তপুরে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
বাপেক্সের একজন কর্মকতা জানান, দেশের ১৭ জেলার মধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারিপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা ও বাগেরহাটে গ্যাস অনুসন্ধান চালানো হবে।
এর মধ্যে ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। ভোলায় বিপুল গ্যাসের মজুদ থাকায় পাশের জেলাগুলোয়ও গ্যাস থাকতে পারে বলে মনে করা হচ্ছে।