শুক্রবার ● ২২ জুন ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ
কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৮ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.৩৬মি.) খাগড়াছাড়ি সদরে জেলা পরিষদ পার্কে ১০ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে গণধর্ষণ প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিলউইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) খাগড়াছড়ি জেলা শাখা।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মিছিলটি ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিকফ্রন্ট (ইউপিডিএফ)-এর জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জেলা পরিষদ ও রেড স্কোয়ার হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজার এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২১ জুন দুপুর ২টায় খাগড়াছড়ি জেলাশহরস্থ জেলা পরিষদ পার্কের ভেতর মোজাম্মেল, রুবেলসহ ৮ জনের একটি দল দশম শ্রেণীতে পড়ূয়া এক ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণ করে। সমাবেশ থেকে বক্তারা ত্রিপুরা কিশোরী ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ডিওয়াইএফ এর খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা।
বক্তব্য রাখেন এইচডব্লিউএফ নেত্রী এন্টি চাকমা ও পিসিপি খাগড়াছড়ি জেলা ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা।
সভা সঞ্চনালয় করেন পিসিপি’র খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।