শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা
বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা
আর কে আকাশ :: পাবনার হেমায়েতপুর ইউনিয়নের শানিকদিয়ারে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা নিয়ামতুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়৷ চেতনা-৭১ ও বিজয় দিবস উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন তার স্মৃতিচারণে বলেন, মুক্তিযুদ্ধের সময় আমার অধিকাংশ সময় কেটেছে এই শানকিদিয়ারে৷ যুদ্ধে আমার অনেক সঙ্গী চোখের সামনে শহীদ হয়েছে৷ সেই স্মৃতিগুলো আজও ভুলতে পারি না৷ তাই আমি চেষ্টা করছি এই অঞ্চলের একটি শহীদ স্মৃতিসত্মম্ভ নিমার্ণের৷ যেখানে সকল নিহত মুক্তিযোদ্ধা ও গণহত্যায় নিহতদের নাম লিপিবদ্ধ থাকবে৷
মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মালিথা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আশরাফ মালিথা, আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন, আজিজ জোয়াদ্দার, আবুল কালাম খান, তোফাজ্জল প্রাং, আ. কুদ্দুস প্রমূখ৷ অনুষ্ঠান পরিচালনা করেন মনিরুল ইসলাম রনি৷ এসময় মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়৷
স্মৃতিচারণে স্থানীয় মুক্তিযোদ্ধারা বলেন, এখানে আমাদের পাকসেনা, রাজাকার, আলবদর ছাড়াও যুদ্ধে বাম নেতা টিপু বিশ্বাসের বাহিনীকে মোকাবেলা করতে হয়েছে৷ এই অঞ্চলে পাক হায়েনাদের চেয়ে মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় শত্রু ছিল টিপু বিশ্বাস ও তার পালিত সন্ত্রাসী বাহিনী৷ এদের ভূমিকা আমাদের অঞ্চলে পাক হায়েনা ও তাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামসের চেয়ে কম ছিল না, বরং তাদের চেয়ে বেশি ছিল৷ এরা সাধারণ মানুষের উপর অন্যায়, জুলুম, নির্যাতনসহ অসংখ্যা মানুষকে গলা কেটে, গুলি করে, পুড়িয়ে হত্যা করেছে৷ সাধারণ মানুষের বাড়িঘর লুন্ঠন করে এ অঞ্চলের শানত্মিকে নষ্ট করেছে৷ টিপু বিশ্বাস যদি এ অন্যায় জুলুম ও নির্যাতন না করতো তাহলে এখানে এত সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধা নিহত হত না, হত না গণহত্যা৷ বক্তারা আরও বলেন মুক্তিযুদ্ধের কয়েক দশক পর হলেও বর্তমান বঙ্গবন্ধু কন্যা দেশ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শত্রু ও রাজাকারদের বিচার হচ্ছে৷ আমরা সকল রাজাকারসহ মুক্তিযুদ্ধে বিতর্কিত টিপু বিশ্বাসদের মত সকল বিশ্বাসঘাতক মীর জাফরদের বিচার চাই৷ যদি এদের বিচার না হয় তবে এদের হাতে নিহত, নির্যাতিত পরিবারদের প্রতি অবিচার করা হবে৷