সোমবার ● ২৫ জুন ২০১৮
প্রথম পাতা » কক্সবাজার » দালাল শিশু বড়ুয়ার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী : লিখিত অভিযোগ
দালাল শিশু বড়ুয়ার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী : লিখিত অভিযোগ
উখিয়া প্রতিনিধি :: অবশেষে নিরহ গ্রামবাসীরা অতিষ্ট হয়ে উখিয়া থানার দালাল, চাঁদাবাজ, ইয়াবাসেবনকারী প্রতারক, মামলাবাজ শিশু বড়ুয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল রোববার উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের পূর্বরত্না গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার ৩৭ জন গ্রামবাসীর স্বাক্ষরিত লিখিত এই অভিযোগটি করে। বিতর্কিত এই দালাল ও প্রতারক পূর্বরত্না গ্রামের মৃত বুঁচারাম বড়ুয়ার পুত্র।
লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, দালাল শিশু বড়ুয়া দীর্ঘ কয়েক বৎসর ধরে বিভিন্ন সরকারি অফিসে ধান্ধাবাজিসহ উখিয়া ভুমি অফিসে দালালি করত। ভুমি অফিসের কর্তা ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে জমির বিভিন্ন কাজ সম্পাদন করে দেবে বলে মানুষের কাছ থেকে অহরহ টাকা আদায় করত। প্রতারণা শিকার হয়ে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে ভুমি অফিসে বিক্ষোভ ও প্রতিবাদ করলে কর্তৃপক্ষ তাকে ভুমি অফিস থেকে বিতাড়িত করে। এরপর কিছুদিন যেতে না যেতে উখিয়া থানার সম্মুখে দোকান খুলে নিজেকে থানার মুন্সী দাবী করে এবং বিভিন্ন অফিসারদের চার্জশীট লেখার দায়িত্বে আছে বলে পুলিশের নাম ভাঙ্গিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। তার প্রতারণার শিকারের পাশাপাশি নিরহ অনেক মানুষ হয়রানির শিকার হচ্ছে। এছাড়াও থানায় আগত নির্যাতিত মানুষ গুলো যথাযথ আইনী সহায়তা থেকেও বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এই দালাল শিশু বড়ুয়া সব সময় নেশাগ্রস্থ থাকার পাশাপাশি ইয়াবা সেবনকারীদের সাথে তার দহরম মহরম সম্পর্ক রয়েছে। এছাড়াও নিজেকে এলাকায় ডিবি পুলিশসহ থানা পুলিশের সোর্স দাবী করে মানুষকে জিম্মি করে ফায়দা লুটে।
গুরুতর অভিযোগ উঠেছে, সাধারণ মানুষ ও প্রবাসীকে নানা ভাবে হুমকি ধমকি দিয়ে জিম্মি করে ফাঁদ বসিয়ে আটক বাণিজ্য করে চাঁদা আদায়ের ঘটনাও করেছে। তার এসব অপকর্মে অতিষ্ট হয়ে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলাসহ পুলিশকে ব্যবহার করে আটক পূর্বক হয়রানি করে থাকে। অবশেষে কয়েকটি গ্রামের নিরহ ভুক্তভোগী গ্রামবাসীরা তার অত্যচার সহ্য করতে না পেরে গতকাল ২৪ জুন কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. এ.কে.এম ইকবাল হোসেন বরাবরে লিখিত এ অভিযোগ করেছেন।