শুক্রবার ● ২৯ জুন ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের সিটি মেয়র নৌকার জাহাঙ্গীর
গাজীপুরের সিটি মেয়র নৌকার জাহাঙ্গীর
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.৪১মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এডভোকেট মো. জাহাঙ্গীর আলম।
২৭ জুন বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল। ৪২৫ কেন্দ্রের মধ্যে ঘোষিত ৪১৬ কেন্দ্রের বেসরকারী ফলাফলে আওয়ামী মনোনীত নৌকা প্রতীক নিয়ে এডভোকেট মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪ লাখ ১০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। বিএনপি প্রার্থীর চেয়ে জাহাঙ্গীর আলম প্রায় দ্বিগুণ ভোট বেশি পেয়েছেন। ঘোষিত ফলাফলে দেখা যায় ভোটের শতকরা হার ৫৭.০১ ভাগ।
জাহাঙ্গীর আলমের বিজয়ে গাজীপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বেসরকারি ফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন তার সমর্থকরা। ফুল দিয়ে নতুন মেয়রকে অভিনন্দন জানান কর্মী সমর্থকরা। বেসরকারি ফল ঘোষণার পর জাহাঙ্গীর আলম এ সময় নবীণ-প্রবীণ সবাইকে নিয়ে গাজীপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্বক্ত করেন নতুন মেয়র। ঈদের আগেই নগরবাসী নতুন চমক দেখতে পাবে বলে ও জানান তিনি।
গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটের পরদিন বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফল ঘোষণা করেন রিটোর্নিং কর্মকর্তা। নগরীর রথখোলা বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটার্নি অফিসারের অস্থায়ী কার্যালয়ে বেসরকারি ফল ঘোষণা করেন তিনি।
এদিকে, বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে আসন্ন তিন সিটির নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শংকা প্রকাশ করেন তিনি।
ইসলামী ঐক্য জোটের ফজলুর রহমান (মিনার) পেয়েছেন ১ হাজার ৬৫৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ২৬ হাজার ৩৮১ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি) পেয়েছেন ১ হাজার ৮৬০ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) পেয়েছেন ৯৭৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) পেয়েছেন ১ হাজার ৬১৭ ভোট।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।