শনিবার ● ৩০ জুন ২০১৮
প্রথম পাতা » নীলফামারী » বাংলাদেশ রবিদাস ফোরাম এর নীলফামারী জেলা কমিটি গঠিত
বাংলাদেশ রবিদাস ফোরাম এর নীলফামারী জেলা কমিটি গঠিত
নীলফামারী প্রতিনিধি :: (১৬ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.২১মি.) বাদল রবিদাসকে সভাপতি, মুন্না রবিদাসকে সাধারণ সম্পাদক ও স্বপন রবিদাসকে সাংগঠনিক সম্পাদক করে “বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)” এর ৩১ সদস্যবিশিষ্ট নীলফামারী জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ২৯ জুন শুক্রবার দুপুর ১.০০ টায় এ উপলক্ষে সদর উপজেলা ফুড অফিসপাড়া (মন্ত্রীপাড়া) সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় রবিদাস সংগঠক সুকুমার রবিদাস। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন “বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ)” কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও নীলফামারী জেলার বিশিষ্ট নারীনেত্রী তৌহিদা জ্যোতি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নীলফামারী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মানিক আহমেদ, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর রংপুর বিভাগীয় সমন্বয়কারী ও পঞ্চগড় জেলা শাখার সভাপতি উত্তম কুমার রবিদাস, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর নীলফামারী জেলা শাখার সভাপতি শাওন ভুইমালী, বিআরএফ এর রংপুরের তারাগঞ্জ উপজেলা শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক বাসন্তী রবিদাস স্মৃতি।
“বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)”কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দিপুরাম রবিদাসের সঞ্চালনায় এসভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় রবিদাস সংগঠক মিছরি রবিদাস, লালচাঁন রবিদাস, কেশরী রবিদাস, সুকেশ্বর রবিদাস (সাধু), বিশ্বনাথ রবিদাস, শেফালী রবিদাস ও সোনামনি রানী রবিদাস প্রমুখ।
এসময় নীলফামারী জেলা ৫টি উপজেলা থেকে আগত রবিদাস জনগোষ্ঠীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর মাধ্যমে রবিদাসদের অধিকার সচেতন, সুশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত করে গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা সৃৃষ্টি ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নিজেদের যুক্ত করার অভিপ্রায় আমাদের। ধর্মীয় গোড়ামী, কুসংস্কার, যৌতুক, বাল্যবিবাহ এবং মাদকমুক্ত রবিদাস সমাজ গঠনের স্বপ্ন স্বার্থক করতে আমরা বদ্ধ পরিকর। তবে আরেকটি লক্ষ্যনীয় বিষয় হলো, আমরা আমাদের কার্যক্রম সাম্প্রদায়িক অর্থে শুধুমাত্র স্বজাতির উন্নয়নকল্পেই নয় বরং হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান-আদিবাসী-দলিত-সংখ্যালঘু তথা আপামর মেহনতি জনসাধারণের জন্য সাধ্যমতো সহভাগী হতে চাই। এপর্যন্ত ৪৯টি জেলা ও উপজেলায় বিআরএফ কাজ করে যাচ্ছে।”
বক্তাগণ আরও বলেন, বিআরএফ যেভাবে দূর্বার গতিতে বাংলাদেশের ৮ লক্ষ্যাধিক রবিদাস জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলছে এ অগ্রযাত্রায় নীলফামারী জেলার ৫টি উপজেলা (সৈয়দপুর, কিশোরগঞ্জ, নীলফামারী সদর, ডোমার, ডিমলা) তে বসবাসরত অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর অধিকার আদায়ের প্লাটফর্ম হিসেবে কাজ করে যাবে। বিআরএফ এর ১১ দফা দাবী আদায়ে আমরা নীলফামারীবাসী সর্বোচ্চ অবদান রাখবো।