শনিবার ● ৩০ জুন ২০১৮
প্রথম পাতা » খেলা » রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের ফুটবল প্রতিযোগিতা
রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের ফুটবল প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিবেদক :: জেলা ক্রীড়া অফিস রাঙামাটি পার্বত্য জেলা এর আয়োজনে গত ২৮ জুন জুরাছড়ি উপজেলা সদরে জুরাছড়ি উপজেলা পরিষদ খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে স্কুল ছাত্রীদের অংশ গ্রহনে এক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৮জন ক্রীড়ামোদী ছাত্রী প্রতিযোগী অংশ গ্রহন করেছে। জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধূরী প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগীদেরকে পুরষ্কার বিতরন করেছেন। তার পাশাপাশি বিভিন্ন দেশের খেলোয়াড়দের উদাহরন দিয়ে খেলার জগতে একজন ভাল দক্ষ সফল খেলোয়াড় হতে উপস্থিত প্রতিযোগীদেরকে উৎসাহিত করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে তুলে ধরেছেন। জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্ত কৌশিক চাকমা ও রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ সময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন।স্বপন কিশোর চাকমা,জেলা ক্রীড়া কর্মকর্তা ফুটবল প্রতিযোগিতা বাস্তবায়ন সম্পর্কে লক্ষ্য-উদ্দেশ্য সম্বন্ধে তুলে ধরেছেন । প্রথমে নিজের পড়া-লেখাকে প্রাধান্য দিয়ে পড়ালেখার পাশাপাশি নিজেকে নিয়মিত খেলাধূলায় চর্চা রেখে সুষ্ঠ মন-সুষ্ঠ শরীর গঠনের এবং যাবতীয় মাদকদ্রব্য ও সন্ত্রাসি কার্যকলাপ থেকে সম্পূর্ন মুক্ত রেখে সুন্দর জীবন চলার পথ সুগম করার উপদেশ বিশেষ অতিতিবৃন্দ তাঁদের বক্তব্যে তুলে ধরা হয়েছে। স্থানীয়ভাবে ক্রীড়া ক্ষেত্রে বর্তমান প্রেক্ষিতে ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্তি ময় চাকমাকে জুরাছড়ি উপজেলায় বর্তমানে স্কুল ছাত্র-ছাত্রীদের ক্রীড়া উন্নয়নের প্রধান দাবীদার বলে গণ্য করা হয়ে থাকে। রাঙামাটি জেলার জাতীয় পর্যায়ের সাবেক ফুটবল খেলোয়াড় প্রদীপ বড়ুয়া প্রতিযোগিতায় রেফারী দায়িত্ব পালন করেছেন।
ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সার্বক্ষনিকভাবে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্তি ময় চাকমা ।