মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে শীর্ষ মাদক ব্যবসায়ী ভেবেল বাচ্চু বন্দুকযুদ্ধে নিহত
ময়মনসিংহে শীর্ষ মাদক ব্যবসায়ী ভেবেল বাচ্চু বন্দুকযুদ্ধে নিহত
ময়মনসিংহ অফিস :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৫মি.) ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী ভেবল বাচ্চু(৪৫) নিহত হয়েছেন। পুলিশ বলছে নিহত ভেবল বাচ্চু’র শম্ভুগঞ্জ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ,তার নামে মাদকের ১৫ টিরও বেশি মামলা রয়েছে।
মঙ্গলবার ৩ জুলাই ভোররাত ৩ টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জের চৈতলামারি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের কনস্টবল সেলিম ও রাশেদসহ ২ জন গুরুতর আহত হলে তাদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান,মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে চৈতলামারি গ্রামের জনৈক নয়নের অটোরাইস মিলের বাউন্ডারির উত্তরে পাশে কতিপয় মাদক ব্যাবসায়ীরা মাদক ভাগাভাগি করছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ওসির নেতৃত্বে একটি টিম ওই এলাকায় পৌছালে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিবি পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথারি গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে আসামিরা পালিয়ে যায়। এসময় এলাকা তল্লাশিকালে মাদক সম্রাট বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আশিক আরও জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল সেলিম ও রাশেদসহ ২ জন গুরুতর আহত হয়। পরে আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত আসামি বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুর নামে ১৫ টিরও বেশি মাদক মামলা রয়েছে।
তাৎক্ষণিক ঘটনাস্থল তল্লাশি করে ২০০ পিস ইয়াবা, ৪ টি গুলির খোসা উদ্ধার করা হয়। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয় বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।