মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » কৃষি » গাজীপুরে একটি কলা গাছে ৩২টি কলার থোড়
গাজীপুরে একটি কলা গাছে ৩২টি কলার থোড়
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৩মি.) গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে একটি কলা গাছে ৩২টি কলার মাচা বা কলা থোড় দেখা গেছে। এলাকাবাসীর নিকট এ ঘটনাটি জানাজানি হলে দল বেঁধে কলার থোড় দেখতে হাজার হাজার জনতা সকাল-সন্ধ্যা ভীড় জমাচ্ছে।
আশ্চর্যজনক হলেও সত্য সাইটালিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মন্তুর কলা বাগানে এ দৃশ্যটি দেখা মিলে। ছোট একটি কলা গাছে ৩২টি কলার থোড়।
সরেজমিনে গিয়ে দেখাগেছে মন্তুর বসতবাড়ীর পার্শ্বে একটি কলা গাছে ছোট ছোট ৩২ টি কলা থোড় জন্মিয়েছে। গ্রামের ভাষায় কলা মোচাকে কলার ফুলের থোড় বলে।
সাইটালিয়া গ্রামের জামাল উদ্দিন বলেন, মুন্তুর বাড়ীর পূর্বপার্শ্বে ছোট একটি কলা গাছে এতো গুলো থোড় দেখা গেছে।
টেপির বাড়ী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রিয়াদ জানান, মুন্তুর বউ বাড়ীর পাশে কলা গাছটি রোপণ করেছিল।