মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে নতুন করে আবারো পানিবন্দি মানুষ
রাউজানে নতুন করে আবারো পানিবন্দি মানুষ
রাউজান প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৫মি.) গত রাত থেকে রাউজানে প্রচুর বৃষ্টিপাত সাথে হালকা বজ্রপাত। প্রচুর বৃষ্টির কারণে পানি বাড়ছে তো বাড়ছে সেই সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাউজান উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার বেশ কিছু ইউনিয়নের বিভিন্ন এলাকার হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে পানিবন্দি মানুষের চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
গত রমজান মাসের বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছিল পুষিয়ে নিতে না নিতেই দ্বিতীয় দফায় বন্যায় উপজেলার প্রায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নতুন করে আবারো পানিবন্দি মানুষের মাঝে দেখা দিয়েছে নানা রকম সমস্যা।
অাজ ৩জুন মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কসহ বিভিন্ন সড়কে পানিতে তলিয়ে যাওয়ায যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে অাছে।
পুরো এলাকায় বন্যায় আক্রান্ত হয়ে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রাস্তাগুলো তলিয়ে গিয়েছে। বানভাসি মানুষ খুব কষ্টে দিন কাটাচ্ছে। রাতারাতি পানি আসায় অনেকেরই জিনিসপত্র, হাঁস-মুরগি ভেসে গেছে।
বন্যায় ভয়াবহ আকার ধারণ করায় অধিকাংশ গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে হালদার পানি বৃদ্ধি পেতে থাকে।