বুধবার ● ৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ক্রসফায়ারে ভয় দেখিয়ে লাখ টাকা চাঁদাবাজি : এএসআই মিঠুন দাস প্রত্যাহার
ক্রসফায়ারে ভয় দেখিয়ে লাখ টাকা চাঁদাবাজি : এএসআই মিঠুন দাস প্রত্যাহার
ঝালকাঠি প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৮মি.) ঝালকাঠি পৌরসভার এক কর্মচারীকে ইয়াবা দিয়ে ফিটিং ও ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে একলাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে সদর থানার এএসআই মিঠুন দাসকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের নির্দেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পুলিশ লাইনের রিজার্ভ অফিসার মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৪ জুন সদর উপজেলার চামটা বাজারের কাছে এনএস ব্রিকস এ ঝালকাঠি পৌরসভার রোলার চালক মো. ইয়াসিন আরফাতকে আটকে রেখে মাদক দিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে দুইলাখ টাকা দাবি করেন এএসআই মিঠুন দাস। জীবন বাঁচাতে পৌর কর্মচারী ইয়াসিন নিজের মোটরসাইকেল তাতঁক্ষণিক এক ব্যক্তির জিম্মায় রেখে ওই এএসআইকে একলাখ টাকা দিয়ে মুক্তি পান। পৌরসভার কর্মচারী ইয়াসিন অভিযোগ করেন, এএসআই মিঠুন দাসকে একলাখ টাকা দেওয়ার পর বাকি একলাখ টাকার জন্য বিভিন্ন সময় চাপ দেয়। ওই টাকা না দেওয়ায় পুনরায় তাকে মাদক দিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশ সুপারের নির্দেশে এএসআই মিঠুন দাসকে ঝালকাঠি সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।