শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » সাংসদ ও সরকারি দলের প্রার্থীরা পৌর নির্বাচনের আচরণবিধি লংঘন করছে - বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সাংসদ ও সরকারি দলের প্রার্থীরা পৌর নির্বাচনের আচরণবিধি লংঘন করছে - বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সংসদ সদস্য ও সরকারি দলের প্রার্থীরা মহাউৎসবে পৌর নির্বাচনের আচরণবিধি লংঘন করে চলেছেন। নির্বাচন কমিশনের অকার্যকারীতায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরী হচ্ছেআজ শুক্রবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচন বিষয়ক কমিটির সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে আসন্ন পৌরসভা নির্বাচনী প্রচারণায় সরকারি দলের প্রার্থী ও সংসদ সদস্যরা মহাউৎসবে নির্বাচনের আচরণবিধি ভেঙ্গে চলেছেন। নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধিকে তারা কোন পাত্তাই দিচ্ছেন না। আচরণবিধির পরিপন্থী সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা মোটর শোভাযাত্রা, সরকার দলীয় প্রার্থী ও সংসদ সদস্যরা চাঁদা, অনুদান ঘোষণা, প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের উপর সশস্ত্র হামলা, পেশীশক্তি ও হুমকি প্রদর্শনসহ নানাভাবে আচরণবিধি লংঘন করে চলেছেন। আচরণবিধির এই বেশুমার লংঘনের বিরুদ্ধে নির্বাচন কমিশন বেপরোয়া প্রার্থী ও তাদের উচ্ছৃঙ্খল আচরণ বন্ধে কোন ব্যবস্থাই গ্রহণ করছে না। নির্বাচন কমিশনের অকার্যকারীতায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও ভোটারদের মধ্যে আবার নিরাপত্তাহীনতা তৈরী হচ্ছে। সভার প্রস্তাবে বলা হয় নির্বাচন কমিশন নির্বাচনে টাকার খেলা ও সন্ত্রাস বন্ধেও এই পর্যন্ত বলিষ্ঠ কোন ভূমিকা নিতে পারেনি। প্রস্তাবে নির্বাচন কমিশনকে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তার সাংবিধানিক দায়িত্ব পালনে বলিষ্ঠ ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।
একই সাথে প্রস্তাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকেও তার রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ দেবার আহ্বান জানানো হয়।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হ।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, মুখলেছুর রহমান, আকবর খান, আবু হাসান টিপু, শাহাদাৎ হোসেন খোকন, মোজাম্মেল হক, ফায়জুর রহমান মুনির প্রমুখ।
সভায় পৌর নির্বাচনে পার্টির প্রার্থীতা, প্রচার ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৩-২৪ ডিসেম্বর পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নেত্রকোনা পৌরসভায় পার্টির মেয়র প্রার্থী সজীব সরকার রতনের নির্বাচনী প্রচারে অংশ নিতে নেত্রকোনা সফর করবেন। (প্রেস বিজ্ঞপ্তি )