রবিবার ● ৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ইয়াবা ও ভারতীয় রুপিসহ ছোটহরিণাতে আটক-৩
ইয়াবা ও ভারতীয় রুপিসহ ছোটহরিণাতে আটক-৩
ষ্টাফ রিপোর্টার :: (২৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪৫মি.) রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ছোট হরিনা বাজারে ইয়াবা ও ভারতীয় রুপীসহ তিন মাদক ও চোরা কারবারীকে আটক করেছে ১২ বিজিবি জোয়ানরা।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আতিক চৌধুরী, বিএসপি এর দিক নির্দেশনায় গতকাল ৭ জুলাই শনিবার দুপুর দেড়টার দিকে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হরিণা জোন এর নায়েক সুবেদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ছোটহরিণা বাজারে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালীন তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হচ্ছে : মো. সবুর সওদাগর (৭০) পিতা- মৃত তাজুল মুল্লুক,মো. সোহেল (২৮) পিতা- মো. সবুর সওদাগর উভয়ের স্থায়ী ঠিকানা : গ্রাম- পূর্ব জোয়ারা, পোষ্ট- পূর্ব জোয়ারা, থানা- চন্দনাইশ ও জেলা- চট্টগ্রাম ও মো. সাইফুল ইসলাম (২১) পিতা- মৃত মোহাম্মদ আলী, গ্রাম- পশ্চিম হাড়ালা, পোঃ পূর্ব জোয়ারা, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম এবং মামলার মূল আসামী কুখ্যাত মাদক, হুন্ডি ব্যবসায়ী এবং চোরাকারবারী মো. আব্দুল মান্নান সওদাগর (৪০), পিতা- মো. সবুর সওদাগর স্থায়ী ঠিকানাঃ গ্রাম- পূর্ব জোয়ারা, ডাকঘর- পূর্ব জোয়ারা, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম পলাতক রয়েছে।
টহল দল ছোটহরিণা বাজারের চোরাকারবারী ও অপরাধিদের গডফাদার বলে খ্যাত মো. সবুর সওদাগরের ছফুর ষ্টোরের গুদাম ঘর ও মান্নান ষ্টোর তল্লাসি করে অবৈধ ভাবে রাখা ৩৯,৯৭০ ভারতীয় রুপি ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট যার মূল্য প্রায় ২৫ হাজার টাকা এবং মাদকসহ ৬৪,৯৭০ রুপী আটক করতে সক্ষম হয়।
আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বরকল থানায় মাদক , চোরাচালান ও মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয। মামলা নম্বর ০১ এবং ০২ তারিখ ৮ জুলাই ২০১৮। জব্দকৃত মাদকদ্রব্য ও ভারতীয় রুপিসহ আটককৃত আসামীদের বরকল থানায় হস্তান্তর হয়েছে বলে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
উল্লেখ্য ছোটহরিণা বাজারের সবুর ষ্টোরের মালিক মো. সবুর সওদাগর চোরাইকাঠ,অবৈধ জ্বালানী তেল,ভারতীয় পন্য,ভারতীয় রুপি,মজুদধারী,চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অবৈধ ব্যবসা দীর্ঘ দিন যাবত পরিচালনা করছে বলে নাম প্রকাশ না করার শর্তে ছোটহরিণা বাজারের স্থানীয়রা জানান।