রবিবার ● ৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে আট ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
বিশ্বনাথে আট ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৮মি.) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন। এসময় বিশ্বনাথ উপজেলা সদরের পুরাতন বজারের রাজধানী রেষ্টুরেন্ট ৪ হাজার, নিউ শাহজালাল স্টোর ৩ হাজার, হানিফা স্টোর ৪হাজার, তছির এন্টারপ্রাইজ ৪হাজার, আলামিন স্টোর ৪হাজার, ফিজা এন্ড কোঃ ৪হাজার, খোকাবাবু স্টোর ৩ হাজার ও ভোজনঘর রেষ্টুরেন্ট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, রেস্তরায় অপরিচন্ন পরিবেশে খাবার রাখা, মুদিদোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও মোড়কে খুচরা মূল্য তালিকা না থাকায় ৮ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।