রবিবার ● ৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » শিয়ালের মাংস বিক্রির দায়ে গাজীপুরে এক হোটেল সিলগালা
শিয়ালের মাংস বিক্রির দায়ে গাজীপুরে এক হোটেল সিলগালা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৫মি.) গাজীপুরের কাপাসিয়ায় শিয়ালের মাংস বিক্রির অভিযোগে হোটেল সাগর নামে এক খাবার হোটেল সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
৭ জুলাই শনিবার বিকালে উপজেলার বীর উজলী আমতলী বাজারের হোটেল সাগরে অভিযান চালান ভ্রাম্যমান আদালতের বিচারক কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাকছুদুল ইসলাম।
তিনি জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীর উজলী আমতলী বাজারের হোটেল সাগরে অভিযান চালানো হয়। এসময় হোটেলে গ্রাহকদের শিয়ালের মাংস খাওয়ানোর দায়ে হোটেলটি সিলগালা করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা হোটেল সাগরে পৌঁছার আগেই তার মালিক জাহাঙ্গীর পালিয়ে যায়। সে জন্য তাকে গ্রেফতার কিংবা দন্ড দেয়া যায়নি।
পলাতক জাহাঙ্গীরের পরিবার থেকে জানানো হয়, শিয়ালের মাংস খেলে নাকি শরীরের ব্যথা ভাল হয়। এমন ধারণা থেকেই জাহাঙ্গীর শিয়ালটিকে গলাকেটে হত্যা করে হোটেলে টাকার বিনিময়ে খাওয়ার ব্যবস্থা করে।
শিয়ালটি কোথায় পেয়েছে- ধরেছে নাকি কিনে এনেছে তার সঠিক উত্তর দিতে পারেনি জাহাঙ্গীরের পরিবারের লোকজন।
সাত্তার নামে এক যুবক বলেন, ফাঁদ পেতে শিয়ালটি ধরা হয়।
স্থানীয়রা বলেন, শিয়াল জবাই করা ও এর মাংস বিক্রি করা অন্যায় কাজ। এমন কুকর্মের হোতা জাহাঙ্গীরকে গ্রেফতারের দাবী এলাকাবাসীর।