সোমবার ● ৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ১৭ ঘন্টা পর চলাচল শুরু
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ১৭ ঘন্টা পর চলাচল শুরু
ময়মনসিংহ অফিস :: (২৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি.)ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ১৭ ঘন্টা পর দুপুর ১টার দিকে জামালপুর রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে গত ১৬ ঘন্টা জামালপুরের পথে ট্রেন বন্ধ থাকলেও ময়মনসিংহ স্টেশন থেকে যমুনা, অগ্নিবীণা, ব্রহ্মপুত্র ও কমিউটার ট্রেন ঢাকার পথে ছেড়ে গেছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আব্দুল মান্নান ফরাজি ৯ জুলাই সোমবার বলেন, মেরামত কাজ সম্পন্ন হওয়ার পর দুপুর ১টার দিকে যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তার আগে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন সরিয়ে লাইন মেরামত করতে রবিবার রাতেই কাজ শুরু করেছিলেন রেলকর্মীরা।
তিনি আরও জানান,রবিবার ৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে জেলার আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ রেলক্রসিংয়ে ২৫২ নম্বর দেওয়াগঞ্জ লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ট্রেনটি জামালপুর থেকে ছেড়ে ময়মনসিংহ নগরীতে প্রবেশের পর জেলার আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ রেলক্রসিংয়ে আসার পর ট্রেনের সাথে এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল ও ট্রেনে আগুন ধরে যায় এবং ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর জামালপুরের সাথে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর পর থেকে বিভিন্ন স্টেশনে কমিউটার, যমুনা, ধলেশ্বরী ট্রেন আটকা পড়ে। কিন্তু জামালপুরের পথে ট্রেন বন্ধ থাকলেও ময়মনসিংহ স্টেশন থেকে যমুনা, অগ্নিবীণা, ব্রহ্মপুত্র ও কমিউটার ট্রেন ঢাকার পথে ছেড়ে গেছে বলে জানান তিনি।
এদিকে ময়মনসিংহ রেলওয়ের স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. জহুরুল ইসলাম জানান, রবিবার রাত ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ‘দেওয়ানগঞ্জ লোকাল’ নামের একটি ট্রেন ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেলক্রসিং পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের কারণে এই দুর্ঘটনা ঘটে। রেল লাইন পার হওয়ার সময় মোটরসাইকেল অচল হয়ে গেলে চালক ট্রেন আসতে দেখে সরে যান এবং তার মোটরসাইকেল ট্রেনের নিচে আটকে যাওয়ার পরও ট্রেনটি প্রায় ৩০ গজ এগিয়ে গেলে মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে একটানা ১৬ ঘন্টা মেরামত কাজ করে দ্রুত সম্পন্নের পর দুপুর ১টা থেকে ময়মনসিংহ-জামালপুর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।