সোমবার ● ৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » দেশীয় অস্ত্রসহ মাটিরাঙ্গায় ইউপিডিএফ এর চাঁদা আদায়কারী আটক
দেশীয় অস্ত্রসহ মাটিরাঙ্গায় ইউপিডিএফ এর চাঁদা আদায়কারী আটক
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৩মি.) দেশীয় অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত খীসা ) গ্রুপের চাঁদা আদায়কারী অংসাই মারমা প্রকাশ অংছা মার্মা (৪২)‘কে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
প্রশাসনিক সুত্রে জানা গেছে,আটককৃত অংসাই মার্মা গতকাল রাতে হরিধন মগপাড়া তার নিজ বাড়িতে অবস্থান করবে এমন গোপন ও বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে রাতেই অভিযান পরিচালনায় উদ্দ্যেশ্যে হরিধন মগপাড়া এলাকার নিকটে অবস্থান করে নিরাপত্তা বাহিনী। এরপর অংসাই মার্মা বাড়ীতে প্রবেশ করেছে নিশ্চিত হলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনার অংশ হিসেবে তার বাড়ী ঘেরাও করে।
পরে আজ ৯ জুলাই সোমবার ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। এ সময় তার বাড়ীতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ১ টি এলজি,২ রাউন্ড গুলি,২টি লোকাল দা/ধামা,২টি চাদা আদায়ের রশিদ বই ও কিছু ক্রোড়পত্র উদ্ধার করেন ।
আটককৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, হরিধন মগপাড়ার মৃত: অথই মার্মার ছেলে সে। দীর্ঘদিন যাবত মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা ও পুর্ব খেদাছড়া এলাকায় চাঁদাবাজি কার্যক্রমে সরাসরি নিয়োজিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে। এছাড়াও বর্তমানে ইউপিডিএফ এর অর্থ বিষয়ক সম্পাদক মাইকেল মারমা মাটিরাঙ্গার বামা গোমতি এলাকায় সক্রিয়ভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করছে। আর বাইল্যাছড়ি এলাকার ইউপিডিএফ এর পোষ্ট কমান্ডার হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছে আগুন মারমা।
পরে সকাল সাড়ে ১০টার দিকে তাকে মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় ।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে এই প্রতিবেদনকে জানান, আটককৃত ইউপিডিএফ সদস্য অংসাই মারমার বিরুদ্ধে অস্ত্র আইনে ১৯ (চ) ধারা অনুযায়ী মামলা রুজ্জু হয়েছে। মাটিরাঙ্গা থানার মামলা নং- ০৩/২০১৮ইং