সোমবার ● ৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গোবিন্দগঞ্জে মাধ্যমিকের লক্ষাধিক নতুন বই জব্দ
গোবিন্দগঞ্জে মাধ্যমিকের লক্ষাধিক নতুন বই জব্দ
গাইবান্ধা প্রতিনিধি :: (২৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইবতেদায়ী ও মাধ্যমিকের চলতি সালের ষষ্ঠ-থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির লক্ষাধিক (প্রায় ৮ টন) নতুন বই জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের ভাংড়ি ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে বইগুলো জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, ফকিরগঞ্জ গ্রামের রাজ্জাকের বাড়িতে বিপুল পরিমাণ সরকারি বই কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা হয়েছে। পরে পুলিশসহ অভিযান চালিয়ে রাজ্জাকের বাড়ি সংলগ্ন একটি টিনের ঘর থেকে মাধ্যমিক ও ইবতেদায়ী বিভাগের বিভিন্ন শ্রেণির লক্ষাধিক নতুন বই পাওয়া যায়। এসময় রাজ্জাক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, এর পিছনে বড় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। তবে এর সাথে যে কেউ জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।