শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » ইক্ষু গবেষনা উচ্চ বিদ্যালয়ের ৩৫ বছর পূর্তি ও পূর্নর্মিলনী উদযাপন অনুষ্ঠানে - ভূমিমন্ত্রী
ইক্ষু গবেষনা উচ্চ বিদ্যালয়ের ৩৫ বছর পূর্তি ও পূর্নর্মিলনী উদযাপন অনুষ্ঠানে - ভূমিমন্ত্রী
তামিমুল ইসলাম তামিম, ঈশ্বরদী :: তিনদিন ব্যাপী আযোজিত ইক্ষু গবেষনা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের ৩৫ বছর পূর্তি উদযাপন ও পূনর্মিলনীর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুক্রবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি৷ বিশেষ অতিথি হিসাবে বক্তক্যদেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষনা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. মু খলিলুর রহমান৷ প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন প্রাক্তন প্রধান শিক্ষক সাজাহান আলী৷ সম্মানীত অতিথি হিসাবে বক্তব্য দেন পৌর আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু ও ইক্ষু গবেষনা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক কমিটির চেয়ারম্যান ড. এএসএম আমানুল্লাহ৷ অনুষ্ঠানে প্রধান শিক্ষক আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্টান উদযাপন কমিটির আহবায়ক মুজাহিদ আল বিরম্ননী সুজন বক্তব্য দেন৷
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে বাঙ্গালি জাতিকে নতুন করে প্রতিষ্ঠীত করতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামী ধর্মের দোহায় দিয়ে ৩০ লক্ষ মানুষকে হত্যা করে৷ এতেও কায়েমী স্বার্থ হাসিল করা যাবে না ভেবে বঙ্গবন্ধুসহ তার পরিবারের ৫৬ জনকে পরিকল্পিতভাবে হত্যা করে৷ তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে এদেশ ইউরোপেরে মতো উন্নত দেশে পরিনত হবে৷ সেজন্য আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি হিসাবে সকল শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে৷
অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পৰ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে গুনীজন হিসাবে সংবর্ধনা দেওয়া হয়৷ বুধবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়৷ বৃহস্পতিবার শহরে বর্ণাঢ্য র্যালী বরে করা হয়৷
আপলোড : ১৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৩০ মিঃ