মঙ্গলবার ● ১০ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ছাত্রসেনার উদ্যোগে শহিদ হালিম দিবস পালিত
রাউজানে ছাত্রসেনার উদ্যোগে শহিদ হালিম দিবস পালিত
রাউজান প্রতিনিধি :: (২৬ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪১মি.) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রথম শহীদ ছাত্রনেতা শহীদ আব্দুল মোস্তাফা হালিমের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী আজ মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানের মত শহীদের নিজ বাড়ি রাউজানে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা (দক্ষিন) এর উদ্দোগে পালিত হয়েছে।
এদিন তার স্মরণে দেশের বিভিন্নস্থানে ছাত্রসেনাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
এছাড়াও শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্র,জেলা ও উপজেলার নেতৃবৃন্দ রাউজানের দেওয়ানপুর গ্রামে তার মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পন করার জন্য ছুটে আসে।
ছাত্রসেনা রাউজান উপজেলা (দক্ষিন) কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল মাজারে পূস্পস্তবক অর্পণ, স্মরন সভা,দোয়া মাহফিল ও মাজার জিয়ারত।
এ উপলক্ষে অাজ ১০জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় শহিদের কবরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তক অপর্ণ করা হয়।
পরবর্তিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনা ও ছাত্রসেনা, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রসেনা,ফুটন্ত ফুলের আসরের কেন্দ্রীয় পর্ষদ, রাউজান উপজেলা (উত্তর ও দক্ষিন),রাউজান পৌরসভা, রাউজান ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয়, রাঙ্গুনিয়া মধ্যম দক্ষিন,হাটহাজারী দক্ষিন, চন্দ্রঘোনা তৈয়্যবীয়া মাদ্রাসা শাখা,রাউজানের আওতাধীন কদলপুর,বাগোয়ান,পাহাড়তলি, পুর্বগুজরা, পশ্চিম গুজরা, নোয়াপাড়া ও উরকিরচর ইউনিয়ন ছাত্রসেনার পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান দক্ষিনের সভাপতি ছাত্রনেতা আবদুল্লাহ আল রোমানের সভাপতিত্ত্বে শহীদের বাসভবনে অনুষ্টিত স্মরনসভা ও মিলাদ মাহফিল প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি জননেতা অধ্যক্ষ তৈয়্যব আলী।
উদ্ভোদক ছিলেন দক্ষিন রাউজান উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি জননেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ছাত্রনেতা হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ। ও বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা জসিম উদ্দীন হিরু, চট্টগ্রাম উত্তর জেলার অর্থ সম্পাদক ছাত্রনেতা আলী আকবর।
সংগঠনের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জাবেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জননেতা অধ্যাপক সৈয়্যদ জামাল উদ্দিন, মাওলানা আবুল কাশেম রেজবী, হাছান সওদাগর তৈয়্যবী, এমরান হোসেন মাসুম, জিল্লুর রহমান হাবীবি, এ,টি,এম নাসিম, যুবনেতা সৈয়্যদ গোলাম কিবরিয়া,যুবনেতা নজরুল ইসলাম, যুবনেতা আমান উল্লাহ আমান, ছাত্রনেতা মিনহাজ উদ্দিন, ছাত্রনেতা আমিনুল ইসলাম রুবেল, মুহাম্মদ মামুন,যুবনেতা ফরিদুল আলম,ছাত্রনেতা সাইফুল ইসলাম,ছাত্রনেতা এনামুল হক, যুবনেতা শওকত উদ্দিন,ছাত্রনেতা আলমগীর হোসেন,মোহাম্মদ আজাদ, যুবনেতা আব্দুস সাত্তার,ফোরকান রেজা ও মুহাম্মদ শুক্কুর প্রমুখ।
উল্লেখ্য ১৯৮৪ সনের ১০ জুলাই রাঙ্গুনিয়া উপজেলার তৈয়্যবীয়া অদুদিয়া মাদ্রাসায় দুর্বৃত্তরা নির্মমভাবে জবাই করে দেন।