বুধবার ● ১১ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর কারাদন্ড
বিশ্বনাথে চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর কারাদন্ড
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৭ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.০১মি.) সিলেটের বিশ্বনাথে ৩০ লাখ ৩০হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত পৃথক চেক ডিজঅনার মামলায় দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামের মৃত আরস আলীর পুত্র ও উপজেলা সদরের পুরানবাজারস্থ নিউ ফারজানা জুয়েলার্স এর পরিচালক ব্যবসায়ী ও জাপা নেতা তাজ উদ্দিন বাবুলকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী ও সিলেট জজ কোর্টের এ.পি.পি এম শাহ্জাহান চৌধুরী জানান, তাজ উদ্দিন বাবুলের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে একটি মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলার পাঠানচক গ্রামের মৃত দিলবর আলীর পুত্র সিরাজুল হক উরফে আলা উদ্দিন। বিশ্বনাথ সি.আর মামলা নং-১৮৩/২০১৭ইং। একই তারিখে তাজ উদ্দিন বাবুলের বিরুদ্ধে ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন আলা উদ্দিনের ভাই যুক্তরাজ্য প্রবাসী নিজাম উদ্দিন। বিশ্বনাথ সি.আর মামলা নং-১৮১/২০১৭ইং। বিশ্বনাথ সি.আর-১৮৩ নং মামলার বিচারকার্য শেষে গত গত ১৩ মার্চ রায় প্রদান করেন সিলেট অতিরিক্ত আদালতের যুগ্ম দায়রা জজ ফারহানা ইয়াছমিন। রায়ে তাজ উদ্দিন বাবুলকে ১বছর বিনাশ্রম কারাদন্ড ও নালিশী চেকে ৩০ লাখ টাকার দ্বিগুন টাকা জরিমানা প্রদানের আদেশ দেন আদালত। এরপর বিশ্বনাথ সি.আর-১৮১ নং মামলার রায় গত ১৩ মে প্রদান করেন আদালত। উক্ত মামলার রায়ে তাজ উদ্দিন বাবুলকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও নালিশী চেকে ৩০ হাজার টাকার দ্বিগুন টাকা জরিমানা প্রদানের আদেশ দেন এবং আসামী তাজ উদ্দিন বাবুলের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করেন আদালত। মামলাদ্বয়ের রায় প্রদানের পর থেকে আসামী তাজ উদ্দিন বাবুল পলাতক রয়েছেন বলে জানান এ্যাডভোকেট এম শাহ্জাহান চৌধুরী।
এদিকে, হুমকি দেওয়ার অভিযোগে তাজ উদ্দিন বাবুলের বিরুদ্ধে গত ১জানুয়ারী বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেন মামলার বাদি যুক্তরাজ্য প্রবাসী নিজাম উদ্দিন (ডায়েরী নং-৭০৭) এবং গত ২৪ মে একই অভিযোগে বিশ্বনাথ থানায় আরেকটি সাধারণ ডায়েরী করেন সিরাজুল হক উরফে আলা উদ্দিন (ডায়েরী নং-১৩১৫) ।