বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১৮
প্রথম পাতা » খেলা » ব্রাজিলের রাষ্ট্রদূতের বিকেএসপি পরিদর্শন
ব্রাজিলের রাষ্ট্রদূতের বিকেএসপি পরিদর্শন
ক্রীড়া প্রতিবেদক :: বুধবার সকালে ব্রাজিলের রাষ্ট্রদূত Mr Joao Tabajara de Oliveira Junior বিকেএসপি পরিদর্শন করেন।বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান।মহাপরিচালক বিকেএসপি সম্পর্কে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিকেএসপি’র অবদানের কথা রাষ্ট্রদূতকে অবগত করেন।এ বছরের মে মাসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ব্রাজিল সফরে গেলে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাদের স্যোশাল প্রোগ্রামের আওতায় চিনের পর দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন স্কুলে প্রশিক্ষণ প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।তারই প্রেক্ষাপটে রাষ্ট্রদূত অলিভেইরা বিকেএসপি পরিদর্শন করেন। তিনি বিকেএসপিতে বিদ্যমান ক্রীড়া সুবিধাদী দেখে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের দেশের সহযোগিতার বিষয়ে বিকেএসপিকে আশ্বস্ত করেন।
বিকেএসপির ফুটবল প্রশিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ব্রাজিলিয় ফুটবল প্রশিক্ষক বাংলাদেশে প্রেরণ করে সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান যে বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার পর ব্রাজিলিয় সাবেক ফুটবল তারকা ও প্রশিক্ষক জিকো-কে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবেন। জিকো উক্ত সময়ে বিকেএসপি পরিদর্শন পূর্বক প্রতিবেদন প্রদান করলে রাষ্টদূত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। Joao Tabajara de Oliveira Junior বিকেএসপির ফুটবল উন্নয়নের লক্ষ্যে ব্রাজিলের সাথে বিকেএসপির একটি MoU স্বাক্ষরের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।
পিরিদর্শনকালে তার সাথে ছিলেন, ব্রাজিল এ্যম্বসির ফাস্ট সেক্রেটারি, যুব ওক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ওমর ফারুক, ক্রীড়া পরিষদের উপ পরিচালক মো. বেলাল উদ্দিন মন্ডল দেশ বরেণ্য সাবেক ফুটবলার শেখ মো. আসলাম ও খন্দকার রাকিবুল ইসলাম।