বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ দিনের শিশুকে চিকিৎসা না দেয়ার অভিযোগ
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ দিনের শিশুকে চিকিৎসা না দেয়ার অভিযোগ
চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ দিনের শিশু ও অপারেশন রোগীকে চিকিৎসা না দিয়ে অশালীন ব্যবহার করে ডাক্তারের চেম্বার থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগি রোগী কানিজ ফাতেমার স্বামী মোঃ মোখতার হোসেন।
১১ জুলাই বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল করিম রাশেদকে লিখিত ভাবে অভিযোগ করেছেন তিনি।
অভিযোগে বলা হয়, গত ১০ জুলাই দুপুরে রোগী মিসেস কানিজ ফাতেমা সদ্য ভুমিষ্ট সন্তানকে নিয়ে চিকিৎসা সেবা নিতে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। নিয়মানুযায়ী বহিঃবিভাগ থেকে টোকেন নিয়ে (টোকেন রেজিঃ নং-২১৩০১/৯২) ডাঃ নিগার সুলতানার ২৯ নং রুমের সামনে অপেক্ষা করতে থাকেন। তখন তিনি অন্য রোগী দেখছিলেন প্রায় ১ ঘন্টা অপেক্ষা করার পরে যখন কানিজ ফাতেমার সিরিয়াল আসে তখন কয়েকজন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ডাঃ নিগার সুলতানার রুমে প্রবেশ করে প্রায় ৩০ মিনিট মিটিং করেন। মিটিং শেষে ডাক্তারের রুমে এই রোগী প্রবেশ করে তার সমস্যার কথা জানালে ডাক্তার রোগীর কোন সমস্যার কথা না শুনে অশালীন ব্যবহার করে চেম্বার থেকে বের করে দেয়। এবং জরুরী বিভাগে যোগাযোগ করতে বলে। জরুরী বিভাগে কোন গাইনী ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা না নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যেতে বাধ্য হয়। বিষয়টি মোখিক ভাবে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরুল করিম রাশেদ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক ডাঃ উ খ্যে উইনকে জানানো হয়।
আজ সকালে লিখিত ভাবে সীতাকু- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অভিযোগ করেন চিকিৎসা বঞ্চিত রোগীর স্বামী মোখতার হোসাইন। অভিযোগটি অবগতির জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের মাননীয় সচিব, চট্টগ্রাম সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালককে অনুলিপি দেওয়া হয়েছে।