বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ী ঢলে স্রোতের তীব্রতায় বরকলে ভেসে গেছে কোটি টাকার সেগুন কাঠ
পাহাড়ী ঢলে স্রোতের তীব্রতায় বরকলে ভেসে গেছে কোটি টাকার সেগুন কাঠ
বরকল প্রতিনিধি :: (২৮ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১২.৫৪মি.) রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ছোটহরিণা ও বড়হরিণা এলাকায় গত ১০ হতে ১২ জুন-২০১৮ তারিখে কর্ণফুলি নদীর উজানে ভারতের অভ্যন্তরে ভারী বর্ষন ও পাহাড়ী ঢলে কর্ণফুলি নদীতে আকষ্মিক ভাবে পানি বৃদ্ধি ও বিপদ সীমার প্রায় ১২-১৫ ফুট উপর দিয়ে প্রবাহিত হওয়ায়, সৃষ্ঠ প্লাবনের স্রোতের প্রবল তীব্রতায় ছোটহরিণায় কোটি টাকার সেগুন কাঠ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। আমতলী এলাকার কাঠ ব্যবসায়ী ছিদ্দিক সওদাগরের সেগুন গোল কাঠের ২ হাজার টুকরা,হরিণা বাজারের কাঠ ব্যবসায়ী আব্দুল মান্নানের সেগুন গোল কাঠের ৭শত টুকরা, হরিণা বাজারের কাঠ ব্যবসায়ী মো. শাইয়া এর সেগুন গোল কাঠের ৩৫০-৪০০ টুকরা ও ছোট হরিণা ১২ বিজিবি সদর জোন বিভিন্ন সময়ে আটকের মাধ্যমে বন বিভাগের নিকট হস্তান্তরকৃত অধিক নিরাপত্তার জন্য বিজিবি ব্যাটালিয়ন সদরে হেফাজতেই রক্ষিত বরকল বনশুল্ক ও পরিক্ষণ ফাঁড়ির ইউডিওআর মামলা নং:৪৫,৪৬,৫১,৫২,৫৩,৫৫ ও ৫৬/ বিকে অব ২০১৭-২০১৮ এর জব্দকৃত ১৯৬ টুকরা সেগুন গোল কাঠের মধ্যে ১১০ টুকরা সেগুন গোল কাঠসহ বিভিন্ন ব্যবসায়ী ও জোত মালিকদের প্রচুর সেগুন ও লালি কাঠ ভেসে যায়। যার অনুমানিক বাজার দর কোটি টাকার বেশী বলে স্থানীয় কাঠ ব্যবসায়ীদের অভিমত।
বরকল বনশুল্ক ও পরিক্ষণ ফাঁড়ির ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার কে.এম নাজমুল হাছান জানান, জব্দকৃত ১৯৬ টুকরা সেগুন গোল কাঠের মধ্যে ১১০ টুকরা সেগুন গোল কাঠ পানিতে ভেসে যায়। বরকল থানার সাধারণ ডায়েরী নং ৬৫ তারিখ : ৩ জুলাই-২০১৮ ইংরেজি।