শনিবার ● ১৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে সাড়ে ২৬ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ-প্লাস ক্যাপসুল
বিশ্বনাথে সাড়ে ২৬ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ-প্লাস ক্যাপসুল
বিশ্বনাথ প্রতিনিধি :: (৩০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৭মি.) সিলেটের বিশ্বনাথে প্রায় সাড়ে ২৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হলো। শনিবার উপজেলার ৮টি ইউনিয়নের ২৪টি ওয়ার্ডের ১৯৫টি কেন্দ্রে ২৬হাজার ৪শত ৪৮জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, ১৪ জুলাই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নের ২৪টি ওয়ার্ডে ১৯৫টি কেন্দ্রে ০৬ থেকে ১১মাস বয়সী ২৮শত ৭৯জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯মাস বয়সের ২৩হাজার ৫শত ৬০জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়াও এ কর্মসূচী থেকে বাদ পড়েনি ৯জন প্রতিবদ্ধি শিশুও।
কর্মসূচীটি বাস্তবায়ন করতে উপজেলার প্রতিটি কেন্দ্রে ২জন করে ৩শত ৯০জন স্বেচ্ছাসেবক কাজ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ মোহাম্মদ আব্দুর রহমান জানান, যে লক্ষ্যমাত্রা ছিলো তা পূরণ হয়েছে।