রবিবার ● ১৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ভালুকায় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে ডাকাত সর্দার মোরাদ নিহত
ভালুকায় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে ডাকাত সর্দার মোরাদ নিহত
ময়মনসিংহ অফিস :: (৩১ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৩মি.) ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে মুরাদ আকন্দ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে মুরাদ একজন শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার ছিল। তার বিরুদ্ধে ডাকাতি মামলাসহ ৫ টি মামলা রয়েছে। মুরাদ উপজেলার বগাজান গ্রামের শাহজাহান আকন্দের ছেলে।
রবিবার ১৫ জুলাই মধ্যরাত ২ টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের হাইজ্যাকের মোড় এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক ( এসআই) মনির হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম গুরতর আহত হলে তাদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে পুলিশ জানায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরুজ তালুকদার (বিপিএম বার পিপিএম) এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার রাতে উপজেলার উথুরা ইউনিয়নের হাইজ্যাকের মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বিপিএম (বার) পিপিএম’র নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালাতে গেলে ডাকাত সর্দার পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথারী গুলি বর্ষণ শুরু করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। উভয় পক্ষের গোলা গুলির মাঝে ওই এলাকার শাহ্জাহান আকন্দের ছেলে শীর্ষ সন্ত্রাসী, ডাকাত সর্দার মুরাদ আকন্দকে উপজেলার উথুরা রোডে হাইজ্যাক মোড় ব্রীজে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,মুরাদ পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ৫ টি ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ১টি রামদা, ১টি চাপাতি ১টি ছুরি উদ্ধার করা হয়। এঘটনায় ভালুকা মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও আরও জানান তিনি।