রবিবার ● ১৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সিএইচটি মিডিয়ার বর্ষসেরা প্রতিনিধি সিলেটে সংবর্ধিত
সিএইচটি মিডিয়ার বর্ষসেরা প্রতিনিধি সিলেটে সংবর্ধিত
ষ্টাফ রিপোর্টার :: (৩১ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০১মি.)পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি পার্বত্য জেলা থেকে প্রকাশিত প্রথম জাতীয় পর্যায়ের স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সিলেট জেলা প্রতিনিধি হাফিজুল ইসলাম লস্কর বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় তার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান আজ ১৫ জুলাই রবিবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত প্রীতিরাজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে ও উকাব বিডি টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক মনসুর বিন সালেহ’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য এডভোকেট ছালেহ আহমদ সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হাফিজুল ইসলাম লস্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক ইউনানী কণ্ঠের সম্পাদক ও প্রকাশক ডা. আক্তার হোসেন, এডভোকেট রেজাউল হক, দৈনিক সংবাদের গোলাপগঞ্জ প্রতিনিধি আবুল কালাম, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম রুমন। আরো বক্তব্য রাখেন সমশের আলম, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার আতিকুর রহমান নগরী, ব্যবসায়ী আব্দুল হাকিম, ডা. শেলু মিয়া, বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এজাজুল রহমান এজাজ, হলি বিডি ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক রেজওয়ান আহমদ, শমসের আলম। আরো উপস্থিত ছিলেন সৈয়দ সুমন, আরাফাত হোসেন, ডা. জালাল উদ্দিন, আব্দুর রহমান, সুলতান তুহিন, হাবিবুর রহমান, আবুল কাসেম বিশ^নাথ, জয়দ্বীপ চক্রবর্তী, বাশারুল ইসলাম ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক জুঁই চাকমা।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল হাই।
অনুষ্ঠানে বক্তরা বলেন, অনলাইন মিডিয়া বর্তমানে সবচেয়ে অগ্রগামী সংবাদ মাধ্যম। তাই অনলাইন মিডিয়াকে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করতে যত্নশীল হতে হবে। বক্তারা আরো বলেন, আমরা গর্বিত যে, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বর্ষসেরা অনলাইন সাংবাদিক লস্কর আমাদের সিলেটের সন্তান। সারা দেশে সিএইচটি মিডিয়া প্রতিনিধিদের মধ্যে সেরা নির্বাচিত হয়ে নিজেকে তুলে ধরার পাশাপাশি সিলেট জেলাকে তোলে ধরতে পেরেছে। হাফিজুল ইসলাম লস্কর সংবাদের মাধ্যমে আমরা দেশের পরিসরে সিলেটকে তুলে ধরতে পেরে আনন্দিত। এ ভাবে ক্রমান্বয়ে সাংবাদিকদের আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে দৃঢ়তার সাথে কাজ করলে সফলতা আসবে নিজের এবং দেশের। বক্তারা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর এ উদ্যোগ ধারাবাহিক করার অনুরোধ জানান এবং সাংবাদিক হাফিজুল ইসলাম লস্কর এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিলেট জেলা প্রতিনিধি হাফিজুল ইসলাম লস্করকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।