রবিবার ● ১৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস কর্মী নিহত
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস কর্মী নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩১ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৫মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে শান্তি জীবন চাকমা (৪০) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা-সংস্কারপন্থী) এক কর্মী নিহত হয়েছে।
১৫ জুলাই রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের সর্বস্বের পাড়ায় এই ঘটনা ঘটে।
প্রতিপক্ষের গুলিতে নিহত শান্তি জীবন চাকমা একই গ্রামের রাঙ্গাচোখা চাকমার ছেলে। সে জেএসএস’র (এমএন লারমা-সংস্কারপন্থী) অঙ্গসংগঠন যুব সমিতির সক্রিয় সদস্য।
এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফকে দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা-সংস্কারপন্থী গ্রুপ)।
জানা গেছে, নিহত শান্তি জীবন চাকমা নিজের বাড়িতেই ছিল। সকালের দিকে সে ঘর থেকে বের হলে তাকে হত্যার চেষ্টা করে। এসময় সে পালিয়ে যাওয়ার সময় বাড়ির নীচে পাহাড়ের পাদদেশে তাকে গুলি করে। পরে জবাই করে হত্যা নিশ্চিত করে প্রতিপক্ষরা পালিয়ে যায়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা-সংস্কারপন্থী গ্রুপ) কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা জানান, ‘ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এ হত্যাকান্ড ঘটিয়েছে।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা এই ঘটনার সাথে ইউপিডিএফের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসনে পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছেছে।