সোমবার ● ১৬ জুলাই ২০১৮
প্রথম পাতা » কৃষি » কাউখালীতে ফলদ বৃক্ষ মেলা শুরু
কাউখালীতে ফলদ বৃক্ষ মেলা শুরু
কাউখালী প্রতিনিধি :: (১ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪২ মি.) কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিনব্যাপী (১৬জুলাই-১৮জুলাই/১৮) ফলদ বৃক্ষ মেলা-২০১৮ প্রদর্শনী ১৬ জুলাই সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শুরু করা হয়।
এ উপলক্ষে এক র্যালী উপজেলার গুরুত্বপুর্ন বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। পরে উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ পবন কুমার চাকমা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরন সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রিয়তোষ কান্তি দে।
এসময় অন্যান্যের মধ্যে পোয়াপাড়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনাময় চাকমা, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক সহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা,কর্মচারীগন উপস্থিÍত ছিলেন।