শনিবার ● ১৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » অস্ত্র কখনো মানুষকে শান্তি ও অধিকার দেয়না - সাংসদ ফিরোজা বেগম চিনু
অস্ত্র কখনো মানুষকে শান্তি ও অধিকার দেয়না - সাংসদ ফিরোজা বেগম চিনু
বিলাইছড়ি প্রতিনিধি :: ১৮ডিসেম্বর শুক্রবার রাঙামাটির দূর্গম বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭৮লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ইভ্যানজেলিক্যাল চার্জ অব বাংলাদেশ গীর্জার উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইভ্যানজেলিক্যাল চার্জ অব বাংলাদেশ গীর্জা পরিচালনা কমিটির সভাপতি লালছোয়াকলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩৩,ম- ৩৩ আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন নূরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ উল্লাহ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া। স্বাগত বক্তব্য দেন বিলাইছড়ি ইউপি সাবেক চেয়ারম্যান এ্যাংলিয়ানা পাংখোয়া। অনুষ্ঠান পরিচালনা করেন বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংচঞ্চগ্যা।
বিশেষ অতিথির বক্ত্যবে সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল উন্নয়নে প্রধান বাঁধা হচ্ছে অবৈধ অস্ত্রের ব্যবহার ও চাঁদাবাজি। অবৈধ অস্ত্র দিয়ে সাধারণ মানুষদের জিম্মি করে শান্তি ও অধিকার আদায় করা সম্ভব না। কারণ অস্ত্র কখনো মানুষকে শান্তি ও অধিকার দেয়না। মানুষের ভালোবাসা ও অধিকার পেতে হলে সাধারণ মানুষের সান্নিধ্যে যেতে হবে। অস্ত্র ছেড়ে নিরহ মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করুন। মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করলে আওয়ামী লীগ কখনো কারো পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেনা।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে সকল সম্প্রদায়ের কল্যানে। এই সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি এমন কোন এলাকা বাকী নেই। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০২১সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
গীর্জা পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।