মঙ্গলবার ● ১৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » বিনোদন » নতুনদের সুযোগ দেওয়া হয়না: আরেফিন সোহাগ
নতুনদের সুযোগ দেওয়া হয়না: আরেফিন সোহাগ
বিনোদন প্রতিবেদক :: (২ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২১ মি.) আরেফিন সোহাগ নবাগত চিত্র নায়ক। টিকলী সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন। এরপর করেছেন কিছু ছোট পর্দার কাজ। আরেফিন সোহাগ বর্তমান নিজেকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়কে সামনে রেখে চলছেন।
আজ আরেফিন সোহাগ নিজের ফেসবুকে একটা পোষ্ট করেন। পোষ্টটি হুবুহু তুলে ধরা হলো- যে দেশে একের পর এক ভারতীয় নায়ক/নায়ীকার সিনেমা মুক্তি পাচ্ছে, সেই দেশ কি করে প্রয়াত সুপারস্টার নায়ক মান্না ভাই-এর অভাব পূরণ করবে? যে দেশে একজন শাকিব খান ছাড়া সিনেমার মান ভালো হবেনা বলে পরিচালক অন্য কাউকে নিয়ে সিনেমা বানাই না সে দেশের চলচ্চিত্র ঘুরবে কি করে?
আমি খুব কাছ থেকে দেখেছি বর্তমান বাংলাদেশি সিনেমার অবস্থা কেমন। হাতে গোনা কয়েকজন গুনিয় পরিচালক নিজেদের পরিশ্রম দিয়ে আজও চেষ্টা করে যাচ্ছে সিনেমাকে বাঁচানোর জন্য। যেমন, কাজী হায়াত স্যার, জনাব খোকন, শাহীন সুমন, ওয়াজেদ আলী সুমন, দেবাশীষ বিশ্বাসসহ অনেক গুনীয় পরিচালকের চেষ্টা আজও বিদ্যমান।
সেখানে কথিত কিছু পরিচালক সিনেমা বানানোর জন্য বাইরে থেকে নারী আর কোমলপানির লোভ দেখিয়ে প্রযোজক আনলেও প্রযোজকের টাকাতে আর সিনেমা শেষ হয়না। কারন প্রযোজকের পুঁজি নাই!
বহু ছবির মহরত হতে দেখেছি, কিন্ত মুক্তি পেতে দেখিনি। এমনকি কত নতুন নতুন নায়িকার দেখা মেলে মহরতের সময়, সেই সব কথিত নায়িকা আজ কই? ঢালিউড আজ নায়ক, নায়িকা সংকটে কেন? আর যারা রয়েছে তাদের নিয়ে কাজ করছেন না কেন? কলকাতা (টালিগঞ্জ) এক সময় আমাদের অনুসরণ করতো, কিন্ত আজ তারা কত এগিয়ে! আজ তাদের প্রতিটা হিরোকে প্রোমট করা হয়, যে হিরোর মান যেমন তাকে দিয়ে ঠিক তেমন সিনেমা নির্মান করা হয়। কিন্ত আমাদের দেশে তা হয়না।
নতুনদের সুযোগ দিতে চাননা বড়রা। কোন পরিচালক সুযোগ দেননা নতুন দের। নতুনদের পিছনে প্রযোজক টাকা খরচ করতে চায়না। কারন তারা নতুন! নতুনদের নিজেদের টাকা থাকলে সিনেমা বানাও না থাকলে এফডিসিতে এসো না। এমন মনভাব কেন? একজন নতুনকে সুযোগ না দিলে সে কি করে পারবে তার মেধাকে দেখাতে?
তবে একটা বিষয় খেয়াল করেছি, নতুন কোন মেয়ে নায়িকা হতে চাইলে তাকে সুযোগ দেন কিছু কথিত পরিচালক! কেন ভাই? ওর যা আছে ছেলেদের তা নাই বলে? আজ তাদের জন্য সিনেমার বদনাম।
আর মেয়েদের ক্ষেত্রে বলি, কথিত কিছু পরিচালক বিছানা গরম করে নারী থেকে যাদেরকে হিরোইন বানাচ্ছেন তারা এসব বন্ধ করুন। নায়িকা সবাই হতে পারে না। নারী লোভ ছেড়ে সত্যি কারের একজন অভিনেত্রী তৈরি করুন। নিজের স্বার্থ হাসিলের কজ্য ইন্ড্রাস্ট্রিজের ক্ষতি করবেন না।
বি: দ্র: এটা আমার ব্যক্তিগত মতামত। ভুল কিছু লিখলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
উল্লেখ্য, আরেফিন সোহাগ দীর্ঘদিন দেশের সমানধন্য গনমাধ্যমে সাংবাদিকতা করে আসছেন। তিনি বর্তমানে একটি গণমাধ্যমের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।