শনিবার ● ১৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ‘পলাশী থেকে ধানমন্ডি’ প্রদর্শনী অনুষ্ঠিত
‘পলাশী থেকে ধানমন্ডি’ প্রদর্শনী অনুষ্ঠিত
ঢাকা প্রতিনিধি:: সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের উদ্যোগে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩.৩০টায় পিআইবি মিলনায়তন, ৩ সার্কিট হাউজ রোড, কাকরাইল, ঢাকায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শীর্ষক আলোচনা ও আব্দুল গাফফার চৌধুরী নির্মিত ‘পলাশী থেকে ধানমন্ডি’ প্রদর্শনীর আয়োজন করা হয়৷
সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এম.পি৷ বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ বীরমুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এম.পি, পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নুরুল ইসলাম, শিল্পকলা একাডেমীর সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক শফি কামাল, সংবাদ পাঠক ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, সাংবাদিক, চলচ্চিত্রকার রফিকুজ্জামান, ইষ্টার্ণ বনবীথি ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ছরওয়ার হোসাইন৷ স্বাগত বক্তব্য রাখেন সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক, কবি শাফিকুর রাহী৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক সালাম মাহমুদ৷
আলোচনা সভার পরে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আব্দুল গাফফার চৌধুরীর ডকুফিল্ম ‘পলাশী থেকে ধানমন্ডি’ প্রদর্শিত হয় এবং এই ডকুফিল্ম নির্মাণের স্বীকৃতি স্বরূপ আবদুল গাফফার চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়৷