বুধবার ● ১৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » একটি সড়কের জন্য বিশ্বনাথে দুই গ্রামের আকুতি
একটি সড়কের জন্য বিশ্বনাথে দুই গ্রামের আকুতি
বিশ্বনাথ প্রতিনিধি :: (৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪১মি.) দুটি গ্রাম। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আছে দুটি মসজিদও। কিন্তু একটি মাত্র রাস্তা। সেটিও কাঁচা। বৃষ্টির পুরো মৌসুমে কাদামাটিতে একাকার হয়ে থাকে। গাড়ির আসা-যাওয়া- সে অনেক পরের কথা। পায়ে হেঁটেও যাবার উপায় থাকে না। তখন ভোগান্তিই হয় নিত্যসঙ্গী। এই ভোগান্তি দুটি গ্রামবাসীর। এই ভোগান্তি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের। মকতবের ছোট্টছোট্ট শিশু এবং মুসল্লিদের। এটি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গন্ধার কাপান ও গোবিন্দপুরের (একাংশ) চলাচলের একমাত্র রাস্তা।
স্থানীয়রা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির জন্য ধর্ণা দিয়েছেন অনেকের কাছেই। আশ্বাসও মিলেছে। কিন্তু কখনই কোনো কাজ হয়নি। তবুও তারা হতাশ হননি। স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়নের স্বার্থে রাস্তাটি পাকা করবেন, বরাবরের মতো এখনও এমনটাই আশা করেন তারা। এ প্রত্যাশায় স্থানীয়রা সর্বশেষ মঙ্গলবার সাক্ষাৎ করেছেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সাথে। তার কাছে পাকাকরণের দাবি জানিয়ে তারা একটি চলাচল উপযোগী সড়ক উপহার দেয়ার জন্য এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত একটি লিখিত আবেদন জানান। আবেদনপত্র গ্রহণ করে স্থানীয়দের দাবির প্রতি একতাত্বতা প্রকাশ করেন সুহেল চৌধুরী।
দাবির জবাবে তিনি জানান, আগামী সুষ্ক মৌসুমে রাস্তা পাকা করার আপ্রাণ চেষ্টা চালাবেন। বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিধিরা স্থানীয় নাগরিকদের সুখ-দুঃখ দেখার দায়িত্বে। আমি এটি উপলব্দি করেই নাগরিক সুবিধা বাড়ানোর চেষ্টা করি। এই আবেদনকেও সমান চোখে দেখা হবে। আগামী মৌসুমে সড়কপথ উন্নয়নের জন্য বরাদ্দ এলে প্রথমে এই সড়ক নির্মাণের সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
সকাল ১০টার দিকে উপজেলা চেয়ারম্যানের গ্রামের বাড়ি কারিকোনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল-ইর্শাদ লতিফিয়া মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি বশির উদ্দিন আহমদ, কালিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হক, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক, কবি-কথাশিল্পী সালমান ফরিদ, বিশ্বনাথের সাংবাদিক নবীন সুহেল, প্রায় সোয়াশ বছরের পুরনো বিদ্যাপিঠ মিরেরচর (২) সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহিদ আলী, কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী আবু সুফিয়ান, এনামুল হক, শ্রমিক নেতা শামসুল ইসলাম বাবু, নুরুল ইসলাম, শাহ আলম, শফিকুল ইসলাম, আনসার আলী প্রমুখ।