শনিবার ● ১৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ‘তৃণমুল মানুষের আশার আলো তারেক রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন মির্জা ফখরুল
‘তৃণমুল মানুষের আশার আলো তারেক রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন মির্জা ফখরুল
শনিবার ১৯ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনে হুমায়ুন কবির সম্পাদিত ‘তৃণমুল মানুষের আশার আলো তারেক রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করেন ৷
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, বইয়ের সম্পাদক হুমায়ুন কবির বেপারী, জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাব, জাতীয়বাদী ছাত্রদলের সাবেক সভাপতি আলীমুল ইসলাম আলিম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহ সভাপতি ইঞ্জি. আশরাফ উদ্দিন, আরিফুল ইসলাম জিয়া, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহ সাংগঠনিক সম্পাদক আবু ইউনুস লিটন ৷
এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং মামলা দিয়ে সাজা দেওয়ার চক্রান্ত চলছে ৷ তিনি আরো বলেন, তৃণমুল পর্যায় থেকে শুরু করে তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণের একজন জনপ্রিয় জাতীয় নেতায় পরিণত হয়েছেন৷ এই কারণে সরকার প্রতিহিংসামূলক ভাবে তারেক রহমানের বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চক্রান্তে লিপ্ত ৷ মির্জা ফখরুল ইসলাম জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের এই দুর্দিনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলকে আরো সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ৷ বর্তমান সরকার গণতন্ত্রের নামে আজ সারাদেশে বিরোধীদলীয় নেতাকর্মীদের জুলুম-নির্যাতন, হামলা-মামলা করে সারাদেশকে কারাগারে পরিণত করেছে ৷ (প্রেস বিজ্ঞপ্তি)