বুধবার ● ১৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মৎস্য রপ্তানীতে বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্য
মৎস্য রপ্তানীতে বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্য
আলীকদম প্রতিনিধি :: (৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৬মি.)“সয়ংসম্পুর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিবাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদ্যাপনের প্রস্তুতি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ পারভেজ। এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল মান্নান আলীকদম উপজেলা কমান্ড, আলীকদম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহামদ ও সাংবাদিক হাসান মাহমুদ প্রমূখ।
বক্তব্যে মৎস্য কর্মকর্তা বলেন, বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেস্টায় বর্তমানে মৎস্য রপ্তানীতে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশর মোট মৎস্য রপ্তানীর লক্ষ্যমাত্রা ৪০ লক্ষ মেট্রিক টন থাকলে তা ছাড়িয়ে দেশে মোট ৪১.৩৪ লক্ষ মেট্রিক টন মৎস্য বিদেশে রপ্তানী হয়েছে। তার মধ্যে ৫ লক্ষ টন শুধু ইলিশই রপ্তানী হয়েছে। যা মোট জিডিপি’র ৩.৬১ শতাংশ। মৎস্য চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্যাখাতে রপ্তানী বৃদ্ধির লক্ষে বর্তমান সরকার ২০১৫-১৬ অর্থ বছরে সর্বোচ্চ পরিমান বরাদ্ধ দেয় এবং ৩৩২ কোট টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে।
তিনি আরো বলেন, জনগণের শতকরা ৬০ ভাগ প্রানীজ আমিষের চাহিদাপূরণসহ গ্রামীন জনপদে কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মূদ্রা অর্জনে এদেশের মৎস্যখাতের গরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অত্যাবশ্যকীয় ভিটামিন ও খনিজ লবনে সমৃদ্ধ উন্নত ও সহজপ্রাচ্য আমিষ হওয়ায় জনসাস্থ্য উন্নয়ন এবং সুস্থ-মেধাবী জাতী গঠনে মাছ একটি অত্যন্ত উপযোগী খাদ্য। সুতরাং প্রত্যেকের অবস্থান থেকে মৎস্য চাষ ও মৎস্য সংরক্ষনের বিষয়ে সজাগ থাকতে হবে।