শনিবার ● ১৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » জঙ্গী সন্ত্রাস দমনে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই - এনডিপি
জঙ্গী সন্ত্রাস দমনে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই - এনডিপি
২০ দলীয় জোটের অন্যতম শরীকদল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, চট্টগ্রামের নৌ-বাহিনীর সীমানার মধ্যে নাবিক কলোনীর মসজিদে বোমা হামলার তীব্র নিন্দা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগে বগুড়ায় জঙ্গীদের গুলিতে মোয়াজ্জিন নিহত হয়েছেন৷ আরো কয়েকজন মুসল্লী আহত হয়েছেন৷ আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করছি ব্লগার, প্রকাশকসহ বেশ কিছু দেশী-বিদেশী বিশিষ্ট নাগরিকদেরকে জঙ্গীদের শিকার হয়ে নির্মমভাবে মৃতু্যবরণ করতে হয়েছে৷ কিন্তু সরকার জঙ্গীদেরকে প্রতিহত না করে গণতান্ত্রিক বিরোধীদলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করে মূলতঃ জঙ্গী সন্ত্রাসীদের আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে৷ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সাবেক প্রধানমন্ত্রী ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার এখন সময় দাবি৷ অন্যথায় এই জঙ্গী সন্ত্রাস ব্যাপকভাবে ছড়িয়ে গেলে এর দায়দায়িত্ব বর্তমান ভোটারবিহীন সরকারকেই বহন করতে হবে৷ তিনি আরো বলেন, চট্টগ্রামে প্রকাশ্যে ছাত্রলীগের সন্ত্রাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুইগ্রুপের প্রকাশ্য সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে শাসকদলের প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকান্ড জঙ্গীবাদীদেরকে মূলত উস্কিয়ে দিচ্ছে৷ সারাদেশের রাষ্ট্রীয় সন্ত্রাস, গুম-খুন বন্ধ না করলে এই সরকারের পতন জনগণ নিশ্চিত করে ছাড়বে ৷(প্রেস বিজ্ঞপ্তি )