বৃহস্পতিবার ● ১৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » হালুয়াঘাটে এক ব্যবসায়ী হত্যার অভিযোগ
হালুয়াঘাটে এক ব্যবসায়ী হত্যার অভিযোগ
ময়মনসিংহ অফিস : : (৪ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.০৭ মি.) ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিজাম উদ্দিন (৫০)নামের এক ব্যবসায়ীকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।নিহত নিজাম উদ্দিন উপজেলার ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরী গ্রামের মৃত আব্দুল মোতালেব’র ছেলে ও পাবিয়াজুরী বাজারের নাহিদ ট্রেডার্সের মালিক।
বৃহস্পতিবার ১৯ জুলাই দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।তার আগে বুধবার দিনগত রাতে প্রতিদিনের মতো নিজ ব্যবসা প্রতিষ্ঠানে রাত যাপন কালে দূর্বত্তরা তাকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নগদ অর্থ ও মালামাল নিয়ে পালিয়ে যায়।
নিহতের স্ত্রী নাছিমা খাতুন ও ছোট ভাই মানিক মিয়া জানান, নিজাম উদ্দিন প্রতিদিনের মতো পাবিয়াজুরী বাজারের নাহিদ ট্রেডার্সে বুধবার রাত যাপন করেন। রাতে পূর্ব পরিকল্পিতভাবে দূর্বত্তরা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রবেশ করে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর নগদ অর্থ ও মালামাল নিয়ে পালিয়ে যায়। তার স্থানীয়দের সাথে সু-সর্ম্পক রয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।সেইসাথে এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে আরও জানান তিনি।
এদিকে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, হত্যাকান্ডটি পূর্ব পরিকল্পিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
তবে এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।