শনিবার ● ১৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » দুর্যোগ ঝুঁকিহ্রাস ব্যবস্থাপনা প্রশিক্ষণ
দুর্যোগ ঝুঁকিহ্রাস ব্যবস্থাপনা প্রশিক্ষণ
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের উদ্যোগে ৩দিনব্যাপী দুর্যোগ ঝুঁকিহ্রাস ব্যবস্থাপনা প্রশিক্ষণ কার্যক্রম ১৯ ডিসেম্বর শনিবার সকালে গাজীপুর শহরের চা-বাগান কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলায় শুরু হয়েছে ৷
উক্ত প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নুরুন্নাহার আক্তার ৷
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভূমিকম্প ও দুর্যোগ ঝুঁকিহ্রাস ব্যবস্থাপনা তথ্য উপাত্ত নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আবদুস সবুর মোল্লা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গাজীপুর ইউনিট কর্মকর্তা মো. মেহেদী হাসান, গাজীপুর ইউনিটের সহকারী প্রকল্প কর্মকর্তা কাওছার আহমেদ, গাজীপুর ইউনিটের কর্মসূচি সংগঠক আবদুস সাত্তার প্রমুখ৷
প্রশিক্ষণ কার্যক্রমে ওই বিদ্যালয়ের ৬জন শিক্ষকসহ ৫৪জন ছাত্রী উপস্থিত ছিলেন ৷
২১ ডিসেম্বর সোমবার ভূমিকম্প বিষয়ক মহড়া শেষে প্রক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে ৷আপলোড : ১৯ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.০৫ মিঃ