রবিবার ● ২২ জুলাই ২০১৮
প্রথম পাতা » কৃষি » সাপাহারে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
সাপাহারে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি :: (৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৫৯মি.) “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা,ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা”এই স্লোগানে নওগাঁর সাপাহারে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ ঘটিকার সময় জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের গোল চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাপাহার নওগাঁ এর আয়োজনে কৃষি অফিসার এ এফ এম গোলাম ফারুক হোসেন এর সভাপতিত্বে মুটো ফোনের মাধ্যমে মেলার শুভ উদ্বধন করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাপাহার উপজেলা শাখার সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুর আলম শাহ্ চৌধুরী,সহ-সভাপতি ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম,সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন,সাপাহার তানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্,জেলা পরিষদ সদস্য মন্মথ সাহা,জেলা পরিষদ মহিলা সদস্য ফাইমা খাতুন ও সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম।মেলায় দেশী বিদেশী বিভিন্ন প্রকার গাছের সমাহারে প্রায় অর্ধশত গাছের স্টল স্থান পায়। শনিবার হতে আগামী ৩দিন এ মেলা চলবে বলেও মেলায় ঘোষনা দেয়া হয়। মেলা চলাকালীন সময়ে উপচে পড়া ক্রেতা সাধারণের ভিড় লক্ষ করা গেছে।