সোমবার ● ২৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » বাল্যবিবাহর কবল থেকে রক্ষা পেল স্কুল শিক্ষার্থী
বাল্যবিবাহর কবল থেকে রক্ষা পেল স্কুল শিক্ষার্থী
পটুয়াখালী প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৭মি.) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে ইউএনও মো. তানভীর রহমান, ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার ও কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বিত পদক্ষেপে বাল্যবিবাহর কবল থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোসাম্মৎ কল্পনা।
গতকাল( ২১ তারিখ) শনিবার বিকেলে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে আনেছ হাওলাদার তার স্কুল পড়ুয়া এই কিশোরীকে বিয়ের জন্য গলাচিপা উপজেলার ডাউকা এলাকার খলিল হাওলাদারের ছেলে রুমনের সঙ্গে বিয়ের জন্য চুড়ান্ত প্রস্তুতি নেয় ।
এমন সময় এলাকার লোকজন চেয়ারম্যানকে বিষয়টি জানায় । চেয়ারম্যান ইউএনওকে অবগত করান এবং ইউএনওকে কলাপাড়া থানার ওসিকে বিয়ে বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন। পুলিশ গিয়ে উভয়পক্ষকে নিয়ে আসেন। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে বন্ধ করতে সম্মত হয় উভয়পক্ষ এবংকল্পনার লেখাপড়া অব্যাহত রাখবেন এমন মুচলেকায় বিষয়টি রফা হয়। ফলে আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণি পড়ুয়া এই কিশোরী রক্ষা পেল বাল্যবিবাহ কবল থেকে।