মঙ্গলবার ● ২৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » বিশ্বনাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৪ পদ শূন্য
বিশ্বনাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৪ পদ শূন্য
বিশ্বনাথ প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৬মি.) ৫০ শয্যা বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫৪টি পদের মধ্যে বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে ৪৪টি পদশূন্য রয়েছে। দীর্ঘ দিন এসব শূন্য পদের বিপরীতে জনবল সঙ্কট থাকায় চিকিৎসা সেবাসহ দাফতরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫৪টি পদ রয়েছে। এরই মধ্যে ৩৯টি পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। শূন্যপদগুলো হল-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার একজন, উপজেলার দিঘলী উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার পদটি শূন্য, পরিসংখ্যানবিদ পদ শূন্য, ক্যাশিয়ার পদ শূন্য, স্টোর কীপার পদ শূণ্য, স্যামকো ১০টি পদের মধ্যে ৭টি শূন্য, ফার্মাসিষ্ট ৫টি পদের মধ্যে ৪টি শূন্য, মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাবঃ) ২টি পদের মধ্যে ১টি শূন্য, সহকারি নার্স পদটি শূন্য, স্বাস্থ্য পরিদর্শক ৩টি পদের মধ্যে ২টি পদশূন্য, সিএইচসিপি ২৫ পদের মধ্যে ৭টি পদ শূন্য, স্বাস্থ সহকারি ৪৫ পদের মধ্যে ৩টি পদ শূন্য, ওয়ার্ড বয় ৩টি পদের মধ্যে ২টি পদ শূন্য, আয়া ২টি পদের মধ্যে ১টি শূন্য, মালী পদটি শূন্য, নিরাপত্তা প্রহরী ২টি পদের মদ্যে ১টি পদ শূন্য, বাচুর্চী পদটি শূন্য, সহকারি বাবুর্চী পদটি শূন্য, অফিস সহায়ক ৭টি পদের মধ্যে ৫টি পদ শূন্য, পরিচ্ছন্নতাকর্মী ৫টি পদের মধ্যে ২টি পদ শূন্য রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুর রহমান বলেন, প্রতি মাসে শূন্য পদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হচ্ছে।