বুধবার ● ২৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » অস্ত্র কারীগর মজিবর বাগেরহাটে আটক : অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার
অস্ত্র কারীগর মজিবর বাগেরহাটে আটক : অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার
বাগেরহাট অফিস :: (৯ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫২মি.) বাগেরহাটের মোংলায় র্যাবের অভিযানে পশুরনদীর পিকনিক কর্নার এলাকা থেকে অস্ত্র কারীগর মুজিবর রহমান (৫৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে র্যাব সদস্যরা আটক করেছে। এসময়ে ৫টি পাই পগান সহ অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব ৮ এর উপ পরিচালক একেএম শাহরিয়ার জানান ২৩ জুলাই সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মোংলা পশুরনদীর পিকনিক কর্নার এলাকায় একজন অস্ত্রতৈরীর কারীগর ও ব্যবসায়ী অবস্থান করছে। খবর নিশ্চিত হয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান শুরু করে। ঘটনাস্থলে র্যাবের দলটি পৌছালে অস্ত্র কারীগর মুজিবর দৌড়ে পালানোর সময়ে তাকে আটক করা হয়। এসময়ে তার থাকা প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে ৫টি পাইপগান, অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক মজিবরের বাড়ী বাগেরহাট এলাকায় র্যাবের ওই কর্মকর্তা আরও জানান মুজিবর রহমান দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে অস্ত্র তৈরী করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। এ ব্যাপারে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরসহ ও উদ্ধারকৃত মালামাল সহ মোংলা থানায় হস্তান্তর করা হয়।