বুধবার ● ২৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » কৃষি » জনবল সংকটে বিশ্বনাথ কৃষি অধিদপ্তর
জনবল সংকটে বিশ্বনাথ কৃষি অধিদপ্তর
বিশ্বনাথ প্রতিনিধি :: (১০শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০ মি.) দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভোগছে সিলেটের বিশ্বনাথের কৃষি অধিদপ্তর অফিস। ফলে গুরুত্বপূর্ণ অনেক কাজ করতে হিমশিম খাচ্ছেন কৃষি অফিসে দায়িত্বরত অফিসারা। র্দীঘদিন ধরে অতিরিক্ত কৃষি অফিসে ২০টি পদ শুণ্য থাকায় উপজেলার কৃষি অফিসে কৃষকরা কাজে আসলে লোকজন অনেক সময় সঠিক সময়ে কাজ না করে খালি হাতে বাড়ি ফিরত যেতে হয়। ফলে কৃষি অফিসে আশা লোকজনকে পুহাতে চরম দূর্ভোগ। কৃষি অধিদপ্তরে অফিসের জনবল সংকটের কারণে এমনটাই হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন। তারপরও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্তরা।
কৃষি অফিস সূত্রে জানাগেছে, ৪০টি পদে মধ্যে ২০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। শূন্য থাকা পদের মধ্যে রয়েছে কৃষি সম্প্রসারন অফিসার দুইজন, সহকারি কৃষি সম্প্রসারন অফিসার একজন, উপ-সহকারি কৃষি অফিসার ১৪জন, অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন, অফিস সহায়ক একজন, নিরাপত্তা প্রহরী একজন। জনবল সংকটের কারণে অফিসে দায়িত্ব থাকা কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।
এলাকার কৃষকদের অভিযোগ, উপজেলার কৃষি অফিসের লোকবল সংকট থাকায় সঠিকভাবে অনেক কৃষক কৃষি কাজের পরামর্শ পাননা। অফিসে আসলে সময়মত লোকজনকেও পাওয়া যায় না। অফিসে অনেক সময় লোকজনকে পাওয়া যায়নি বলে তারা অভিযোগ করেন। ফলে এলাকার কৃষকদের পুহাতে হচ্ছে চরম দূর্ভোগ। অফিসে থাকা দায়িত্বরত কর্মকর্তারা লোকবল সংকটের কারণে বলে জানান। অভিলম্ভে কৃষি অফিসে শূন্য পদগুলো পূরণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি তারা অনুরোধ জানান।
উপজেলা নবাগত কৃষি কর্মকর্তা রমজান আলী লোকবল সংকটের সত্যতা স্বীকার করে বলেন, আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে তিনি জানান।