বুধবার ● ২৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » সিলেটে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
সিলেটে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
সিলেট প্রতিনিধি :: (১০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১২ মি.) সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দুই শতাধিক আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই বুধবার উপজেলার চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মোহাম্মদ ইউসুফ (২৬)। সে জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আব্দুর রউফের পুত্র।
পুলিশ জানায়, চারখাইবাজারে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সহযোগিতায় চারখাই ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালায়। ফাঁড়ির দায়িত্বরত এস.আই সিরাজুল ইসলাম ২২০ বোতল আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেন। এ সময় তিনি হাতেনাতে যুবক ইউসুফকে আটক করেন। পুলিশের অভিযান চলাকালে ফেন্সিডিল বহনকারি সিএনজি চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, ফেন্সিডিল উদ্ধার ও যুবক আটকের ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, বিয়ানীবাজারকে মাদকমুক্ত উপজেলায় পরিণত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।